×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

কম খরচে পাহাড়ে ভ্রমণ করার চিন্তাভাবনা অনেক মানুষেরই থাকে। সেই কারণেই কম খরচ ও হাতে কম সময় থাকলে উত্তরবঙ্গ ভ্রমণ করতে পারেন। কিন্তু যাবেন কোথায় সেটাই তো সবথেকে বড়ো প্রশ্ন। আমরা থাকতে আপনি চিন্তায় থাকবেন তা কি হয়! যাবেন নাকি জলপাইগুড়ির ওদলাবাড়ি অঞ্চলের ছোট্ট গ্রাম গজলডোবা ঘুরতে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

হাওড়া বা শিয়ালদাহ থেকে ট্রেনে চলে যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে গজলডোবা চলে যাবেন। তিন ঘন্টার মধ্যেই সেখানে চলে যাবেন। বাগডোগরা বিমানবন্দর থেকেও এখানে গাড়ি করে যেতে পারবেন। সরকারি রিসর্ট গড়ে উঠেছে গ্রামে, আপনি আগে থেকে অনলাইন বুকিং করে সেখানেই থাকতে পারেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

প্রতিবছর নীল জল বাঁধের উপর অসংখ্য পরিযায়ী পাখি আসে। রেড নেপড আইবিস, রিভার ল্যাপউইং, লিটল রিংড প্লোভার, নর্দার্ন ল্যাপউইং মতো পাখি আসে বলেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের পছন্দের জায়গা এটি। গজলডোবার এক পাশে রয়েছে অপালচাঁদ অরণ্য এবং আর এক দিকে রয়েছে বৈকুণ্ঠপুর অরণ্য। দুই অরণ্যের মাঝেই এই গড়ে উঠেছে এই ছোট্ট গ্রাম।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

আপনার ভাগ্য সহায় থাকলে এই গ্রাম থেকেই দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘারও। তিস্তা জলাধারকে ঘিরে শিকারা পরিষেবা চালু করা হবে। এই শিকারা পরিষেবা কিন্তু একদম কাশ্মীরের ডাল লেকের মতোই হবে। তাই কম খরচে উত্তরবঙ্গেই আপনি পেয়ে যাবেন কাশ্মীরের ডাল লেকের মতো শিকারা। আর দেরি নয় প্রিয়সঙ্গীর সাথে গজলডোবা ভ্রমণের ট্যুর প্ল্যান করে ফেলুন।