আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

ঘুরু ঘুরু করছে মন আর শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগেই ভাবছেন হিল স্টেশনে পাড়ি দেওয়ার কথা। শীতল মনোরম পরিবেশে আচ্ছাদিত হিল স্টেশনের মূল আকর্ষণ হল পাহাড় এবং পাইনের ঘন অরণ্য। কিন্তু কোথায় যাবেন নির্দিষ্ট বাজেটের মধ্যে সেটাই তো সবথেকে বড়ো প্রশ্ন। যাবেন নাকি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি শহর ‘মিরিক’। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৬৭ মিটার উচ্চতায় অবস্থিত এই সবুজ শহর সারাবছর ঠান্ডা থাকে।
শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে যান নিউ জলপাইগুড়ি। এরপর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে মিরিক। জলপাইগুড়ি ও মিরিকের দূরত্ব ৫৭ কিমি যা পৌঁছাতে মোট তিন ঘন্টা মতো সময় লাগবে। বর্ষাকাল বাদ দিয়ে বছরের অন্য যেকোনো সময় আপনি সেখানে যেতে পারেন। মিরিকে প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে। সেখানেই আগে থেকে বুকিং করে রেখে দিলে রাত কাটাতে পারবেন।
পৌঁছেই চারপাশে দেখতে পাবেন অর্কিড ফুলের ছড়াছড়ি। প্রথম দিন পৌঁছে খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে পৌঁছে যাবেন সামেন্দু লেক দেখতে। এখানে সূর্যাস্তের সময় আকাশ লাল হয়ে ওঠে। সাথেই বোটিং করতে পারবেন নিজের প্রিয়জনের সাথে। সকাল হলে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। সূর্যের আলো চূড়ার উপর এসে পড়লে যেন সোনায় মোড়া পাহাড় মনে হয়। মিরিকের পাশেই ‘বুঙ্কুলুং’ চাষ ক্ষেত্রে ঘুরে দেখতে খারাপ লাগবে না।
বোকার মনেস্ট্রি, মিরিক চা বাগান ও সবশেষে মিরিক ভিউ পয়েন্ট যার আসল নাম ‘রামেটায় ধারা’ ঘুরে দেখবেন। হাতে সময় থাকলে আপনি দার্জিলিং ঘুরেও নিতে পারেন। শুধু মিরিক ঘুরতে আপনার ৫০০০ টাকা মাথা পিছু খরচ হবে। তাই এই শীতকাল বিদায় জানানোর আগেই প্রিয়মানুষের সাথে ঘুরে আসুন শৈল শহর মিরিক থেকে।