আর নয় একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে চটপট ঘুরে আসুন কলকাতার কাছের এই মিনি ডুয়ার্স থেকে

একদিনের ছুটি আছে হাতে তবে কি বড়ো কোনো ট্রিপ প্ল্যান করা যায় বলুন তো? তার জন্য আপনাকে অবশ্যই কাছাকাছি কোনো জায়গা খুঁজতে হবে। তবে আমরা থাকতে আপনারা খুজবেন তা কি করে হয়। ঘরের কাছেই আছে মিনি ডুয়ার্স। রাত জেগে উত্তরবঙ্গে ডুয়ার্স দেখতে ছুটতে হবে না। কলকাতার খুব কাছেই রয়েছে এই মিনি ডুয়ার্স। অনেকেই এখনও জানেন না সেই জায়গার কথা।
হাওড়া জেলার ঝালুয়ারবেড় জায়গাটিতে পৌঁছালে সম্পূর্ণ ডুয়ার্স এসেছেন এটাই মনে হবে। হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ঝালুয়ারবেড় স্টেশনে আপনাকে নামতে হবে হবে। স্টেশনে নামলেই বুঝতে পারবেন সাথে সাথেই সম্পূর্ণ অন্য একটি জায়গায় এসে গেছেন আপনারা। সবুজ অরণ্যে ঘেরা এই স্টেশনটিতে যেন সারাদিন কাটাতে ইচ্ছে করবে।
প্রকৃতির ফটো তুলে নিয়ে এবার গ্রামটি ঘুরে দেখবার পালা। রামকৃষ্ণ বাটি, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরী শিবকালী মন্দিরের চূড়া এসব কিছুই দেখতে পাবেন আপনি। শীতের সময় সবথেকে বেশি মানুষ এখানে পিকনিক করতে আসেন। ঝালুয়ারবেড় স্টেশনের সৌন্দর্যই অসাধারণ।
এই স্টেশনটি প্রথমবার তৈরি করা হয়েছিল ১৮৯৭ সালে ব্রিটিশদের সময়কালে। তারপরে ১৯৭১ সালে সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার ২০০৪ সালে সেটি সুন্দর করে তৈরী করা হয়। এখানে একটি প্লাটফর্ম আছে সেখানে। আপনি চাইলে কলকাতা থেকে খুব সহজেই গাড়ি করেও ঝালুয়ারবেড় অর্থাৎ মিনি ডুয়ার্স -এ পৌঁছে যেতে পারবেন।