আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই স্থান থেকে, পাবেন স্বর্গসুখ

ভারতের হেরিটেজ ভিলেজ গুলির নাম শুনেছেন নিশ্চয়ই। এমন অনেক ভ্রমণ পিপাসু ব্যক্তিরা আছেন যারা একটু অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। বছরের তৃতীয় মাস শুরু হয়ে গেছে। বসন্তের সাথেই এবারে কিন্তু বেশ বড়ো একটি ছুটি অপেক্ষা করছে আপনাদের জন্য। যাবেন নাকি সেই কয়েকদিনের ছুটিতে দুর্দান্ত একটি জায়গায়। ভারতের সিকিম রাজ্যের পাহাড়ি একটি গ্রাম হলো লাচেন। শুধু তাই নয় শুরুতে যে হেরিটেজ ভিলেজ গুলির কথা বলছিলাম সেই ছত্রিশটি হেরিটেজ ভিলেজের মধ্যে একটা কিন্তু লাচেন আছে।
শিয়ালদাহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনাকে নেমে যেতে হবে। আপনি চাইলে বাগডোগড়া বিমানবন্দর থেকেও যেতে পারেন। দুটি ক্ষেত্রেই সেখান থেকে গাড়ি ভাড়া করে লাচেন যাওয়া যায়। তবে বেশিরভাগ যাত্রী স্টেশন বা বিমানবন্দর থেকে গাড়িতে প্রথমে গ্যাংটকে আসেন। সেখানে এক কি দুই রাত কাটিয়ে পরদিন লাচেন যান। লাচেনে ছোট ছোট ঘর ও রিসর্ট আছে আপনি চাইলে সেখানেই থাকতে পারবেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০০০ ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট এই গ্রামটিতে প্রকৃতি আলাদাভাবে তৈরী করেছে। লাচেন থেকে আপনি খুব সহজে তিব্বত যেতে পারবেন। তবে অনেকেই হয়তো জানেন না এই গ্রামের নিজস্ব প্রশাসন ব্যবস্থা আছে যে কারণেই হেরিটেজ ভিলেজের তকমা পেয়েছে। পাহাড়ের গা বেয়ে সরু ঝর্ণা ও কর্ণিফারের ফুল ও সবুজ জঙ্গলের পাইন বনে আপনি এমনি হারিয়ে যাবেন।
এখানের বিশেষ সবুজ কর্ণিফার ও লাল-গোলাপি-বেগুনী রঙিন রডোডেনড্রন চাষ করা হয় সম্পূর্ণ গ্রাম জুড়ে। লাচেন থেকে গুরুদংমার লেক যেতে ভুলবেন না। চোপতা ভ্যালি, থাঙ্গু, ইয়ুমথাং ভ্যালি এসব ঘুরে দেখবেন অবশ্যই। লাচেন কিন্তু বেশ উচ্চতায় অবস্থিত তাই শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তিদের সেখানে যা যাওয়াই ভালো। সপ্তাহ খানেক ভ্রমণের মধ্যে দিয়ে ভারতের এই দুর্দান্ত জায়গাটি আপনি অনায়েসেই ঘুরে আসতে পারবেন।