আর নয় একঘেয়ে একঘেয়ে দীঘা পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই মিনি আন্দামান থেকে

রবিবার মানে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। অফিস ছুটির একটা দিন যদি পরিবারের সাথে সময় কাটানো যায় তাহলে খুব ভালোই হয়। কিন্তু যাবেন টা কোথায় সেই চিন্তাতেই তো ঘুম নেই! এদিকে সবাইকে কথা দিয়ে ফেলেছেন না গেলে যে নাক কাঁটা পড়বে। চিন্তা নেই একদিনের মধ্যে ঘুরে আসতে পারেন ‘কলকাতার আন্দামান’ থেকে।
শিয়ালদহ স্টেশন থেকে নামখানা বা কাকদ্বীপগামী যে কোনো ট্রেনে করে প্রথমে কুলপি স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো ভাড়া করে চলে যান কুলপি মোড়। আবার আরেকটি টোটো করে পৌঁছে যাবেন কুলপি নদীর ধারে। সেখানের প্রাকৃতিক সৌন্দর্য প্রথম দেখলেই আর চোখ ফেরাতে পারবেন না। স্টেশন থেকে আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন যেখানে যাওয়া আসা মিলিয়ে আনুমানিক ৭০ টাকা মতো খরচ হবে।
কলকাতা থেকে এই জায়গাটির দূরত্ব ৭৫ কিমি। এই সময়টায় প্রচুর মানুষ সেখানে যান পিকনিক করতে। হোটেল এত গড়ে ওঠেনি যার ফলে পিকনিক করেই ফিরে আসতে হয়। ‘ইটভাটা’ নামের দুর্দান্ত একটি সুন্দর জায়গা আছে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন। নানা রকমের পাখি আসে এই জায়গা টায়। মিষ্টি জলের মাছ পাওয়া যায় চাইলে পিকনিকের মেনুতেও সেটা যুক্ত করে নিতে পারেন।
ভটভটিতে চেপে আপনি ঘুরে আসতে পারবেন নাম না জানা একটি দ্বীপে। সেখানের সৌন্দর্য আপনাকে অজান্তেই গ্রাস করে নেবে। ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নদীর ধারে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে পড়ন্ত বিকেলে সূর্যকে দেখবেন জলের তলে হারিয়ে যেতে। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। জানি কষ্ট হবে তবুও কুলপি নদী ও তার এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে বিদায় জানিয়ে ফিরে আসবেন নিজের বাড়িতে।