×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-মন্দারমণি! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

উত্তর ভারত হোক কিংবা পূর্ব, ঘোরার জায়গা কম নেই। দেশের রাজধানী দিল্লি থেকে সবথেকে বড়ো শহর মুম্বাই সব কিছুই আছে দেশের মধ্যে। তবে ভ্রমণ পিপাসুরা সাড়া বছর ঘুরতে গিয়ে প্রথমেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন। জানেন সেটা কি? ভালো হোটেল কিংবা খাওয়া নয় মানুষের প্রথম পছন্দ থাকে সেখানকার আতিথেয়তা। আর বিশ্বখ্যাত একটি পর্যটন সংস্থার রিপোর্ট কিন্তু বলছে অন্য কথা।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-মন্দারমণি! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

ভারতবর্ষে আতিথেয়তায় সবথেকে এগিয়ে কোন রাজ্য জানেন? ২৩ কোটি ২ লক্ষ মানুষের মতামতের ভিত্তিতে করা এই সমীক্ষায় উঠে এসেছে আতিথেয়তার দিক থেকে সবথেকে এগিয়ে আছে কেরল। তবে প্রথমবার নয় এই নিয়ে টানা পর পর চার বার ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কেরল। পশ্চিমবঙ্গের স্থান কত? দূরদূরান্ত পর্যন্ত আমাদের রাজ্যের নাম দেখা যায়নি এই লিস্টে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-মন্দারমণি! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

এই তালিকায় কেরলের পরেই জায়গা পেয়েছে যথাক্রমে গোয়া, পুদুচেরি, রাজস্থান ও হিমাচলপ্রদেশ। শুধু তায় নয় আতিথেয়তায় এগিয়ে থাকা প্রথম পাঁচটি শহরের মধ্যে তিনটিই রয়েছে কেরলে এবং দু’টি রয়েছে গোয়াতে। আসলে যারা কেরলে ঘুরতে গেছে তারাই কার্যত সেখানকার প্রকৃতি থেকে খাওয়া-দাওয়া কিংবা আতিথেয়তা থেকে সমাজ ব্যবস্থা সবকিছুতেই দশে দশ দিয়েছে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-মন্দারমণি! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

পশ্চিমবঙ্গে সাড়া বছর বাইরে থেকে প্রচুর মানুষ ঘুরতে আসেন, তাঁদের আতিথেয়তায় কি কম হচ্ছে? যদিও পর্যটন বিভাগ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। রাজ্যের সুস্থ আইন-শৃঙ্খলা ও পরিবেশবান্ধব পর্যটন নীতির মতো বিষয়ে এগিয়ে থাকার জন্যই যে পর্যটকদের কাছে ক্রমে কদর বাড়ছে কেরলের তা বোঝাই বাহুল্য।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-মন্দারমণি! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -