×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী! মধুচন্দ্রিমাকে রঙিন করে তুলতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

একান্তে দুজনে সময় কাটাতে কে না চায় বলুন তো? তবে কোন সময় অফিসের ছুটি তো কোনো সময় বাঁধা হয়ে যায় বাজেট। যে কারণে একান্তে নিরিবিরি কিছুতেই সময় কাটাতে পারছেন না। চিন্তা নেই আজ আপনাদের পাহাড়ে যাওয়ার এমন একটা ঠিকানা দেবো যা কার্যত এর আগে কোনোদিন শুনেছেন কিনা সন্দেহ। যেমন একান্তে ঠিক তেমনই খুব কম দামে আপনি যেতে পারবেন সেখানে।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! মধুচন্দ্রিমাকে রঙিন করে তুলতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে -

কালিম্পঙ জেলার ‘কাফেরগাঁও’ (Kaffergaon) নামক এই ছোট্ট গ্রাম আজ আমাদের প্রতিবেদনের গন্তব্য। কলকাতা থেকে ট্রেনে আপনাকে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং-লাভা হয়েও কাফেরগাঁও যেতে পারবেন। নিউ মাল স্টেশন থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। সেক্ষেত্রে আপনি বাগরাকোট থেকে লোলেগাঁও হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রামে যেতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! মধুচন্দ্রিমাকে রঙিন করে তুলতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে -

বিভিন্ন হোম স্টে আছে সেখানেই কাটাতে হবে আপনাকে রাত। আপনার চাহিদা অনুযায়ী বাঙালি খাবার তৈরী করে দেওয়া হবে সেখানে। তবে সেখানে গেলে বিভিন্ন পাহাড়ি খাবার খেয়ে দেখতে পারেন। এই গ্রামে কিন্তু মাত্র ১৫০-২০০ জন লেপচা পরিবার বসবাস করেন। তারাই এখন বিভিন্ন ধরণের হোম স্টে তৈরী করেছেন পর্যটকদের জন্য। তাই সেখানেই আপনাকে থাকতে হবে আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে সকালে উঠেই দেখবেন পৃথিবীর তৃতীয় বৃহতম শৃঙ্গ ‘কাঞ্চনজঙ্ঘা’।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! মধুচন্দ্রিমাকে রঙিন করে তুলতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে -

২-৩ দিন যদি সেখানে কাটালে খরচ পরবে আনুমানিক মাথাপিছু ৪০০০ টাকা মতো। লাভা-লোলেগাঁও-রিশপ আপনি এই পথে ঘুরতে পারেন। পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা এই দুদিনের নিরিবিলি ভ্রমণ আপনাদের ভালো লাগতে বাধ্য। তাই আজই প্যাকিঙ করে রেডি হয়ে নিন আর বেরিয়ে পরুন সুন্দর এই জায়গা ভ্রমণের জন্য।