×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষটির সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

বছরের প্রথম মাস কার্যত শেষ হয়ে গেল। তবে শীতের আমেজ পড়ন্ত হলেও মনের মানুষের সাথে ঘোরার চাহিদা কমার নয়। যে কারণে কম টাকায় অজানা ও দুর্দান্ত জায়গা ঘুরতে যেতে চায় সকলে। দিঘা‌-মন্দারমণিতে এই সময়ে যাওয়া মানে ভিড়ের মুখে পড়তেই হবে। তাই ভিড় ছেড়ে এবার একান্তে সময় কাটানোর জন্য আপনাদের গন্তব্য হোক দিঘার খুব পাশেই ‘জুনপুট’।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষটির সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

দীঘা থেকে প্রায় ৪০ কিমি দূরে জুনপুট নিরিবিলি ও শান্ত প্রকৃতির। ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত দেখলে আর ফিরতে মন চাইবে না আপনার। ভাটার সময়ে সমুদ্রের জল অনেকটা সরে যায়। তাই জোয়ারের তীব্র বানের সময়েই সমুদ্রের জলে স্নানের মজা ওঠাতে হবে আপনাকে। বিকাল হলেই দেখবেন দলে দলে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে সেখানে।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষটির সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

জুনপুট রিসর্ট আছে আপনি সেখানেই থাকতে পারবেন যা একটু সস্তায় হবে। তবে অনলাইনে আগে থেকে বুকিং করে রাখলে ভালো হবে। জুনপুট থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বাঁকিপুট ঘুরে দেখতে পারেন সেখানেও দুর্দান্ত একটা সমুদ্রের বিচ গড়ে উঠেছে। কপালকুণ্ডলা মন্দির দেখতে পারবেন যা প্রচুর বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে আমরা সকলেই পড়েছি।

আর নয় একঘেয়ে দীঘা পুরী! প্রিয় মানুষটির সাথে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

জুনপুট যেতে হলে কলকাতা থেকে ট্রেন বা বাস করে আপনাকে প্রথমে যেতে হবে দীঘা। সেখান থেকেই বাসে করে কন্টাই বা কাঁথি পৌঁছাতে হবে। কন্টাই থেকে জুনপুট পর্যন্ত ট্যাক্সি কিংবা গাড়ি করেও যেতে পারবেন যার দূরত্ব মাত্র ৯ কিমি। সব মিলিয়ে মনের মানুষের সাথে নিরিবিলি ও একান্তে সময় কাটাতে চাইলে আপনার জন্য সস্তায় দুই দিন কাটানোর আদর্শ জায়গা হলো এই জুনপুট।