×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে

নীল জলের দ্বীপ বললে প্রথমেই মনে আসবে আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জের নাম। তবে ভারতে কিন্তু দুর্দান্ত কয়েকটি দ্বীপ আছে যা আন্দামানের থেকেও ঢের সুন্দর। এমনিতেই মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছিলই দুজনের মধ্যে। তা থেকে মুক্তি পেতে পাহাড় ও সমুদ্রের সমন্বয়ে তৈরী এই পাঁচটি দ্বীপ গুলিতে যেতে পারেন –

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে -

১) কর্নাটকের সেন্ট মেরি’জ দ্বীপ –

কর্নাটকের মালপে সৈকতে রয়েছে এই দ্বীপ। যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখলে আর ফিরতে ইচ্ছা করবে না। মধুচন্দ্রিমায় গেলে পার্টনারের সাথে এমন পরিবেশে ভালোবাসা খানিক বৃদ্ধি পাবেই। আগ্নেয় শিলার ষড়ভূজ পাথর দেখতে পাবেন এই দ্বীপে। কথায় বলে ভাস্কো-দা-গামা কেরলে যাওয়ার সময় এই দ্বীপে নাকি এসেছিলেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে -

২) কেরলের মুনরো দ্বীপ –

অস্তমুদি লেক এবং কালাদা নদীর যৌথ মিলনের উপরে এই দ্বীপ তৈরী হয়েছে। মধুচন্দ্রিমায় এখন প্রচুর যুগল কেরল বেড়াতে যান আর সেখান থেকে যে এই দ্বীপে যেতেই হবে ভুলবেন না কিন্তু।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে -

৩) অসম রাজ্যের উমানন্দ দ্বীপ –

পৃথিবীর ক্ষুদ্রতম নদী দ্বীপ উমানন্দ। ব্রহ্মপুত্র নদীর মাঝে এই দ্বীপ তৈরী হয়েছে যা চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। রোমাঞ্চর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন যেখানে ময়ূর থেকে বিভিন্ন প্রাণীর দেখা তো পাবেনই সাথেই জঙ্গলের মাঝে মন্দির দর্শনও করতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে -

৪) গোয়ার বিখ্যাত দিভার দ্বীপ –

গোয়ায় ঘুরতে গেলে এই দ্বীপে যেতেই হবে। যেমন সৌন্দর্য ঠিক তেমনই নিস্তব্ধতায় সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন। ছোট্ট সমুদ্রসৈকত, তার গা ঘেঁষে সরু রাস্তা ও ছোট্ট পাহাড় সব মিলিয়ে একটা আলাদা শান্তি পাবেন এখানে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন কাছের এই দ্বীপ থেকে -

৫) গোয়ার ইহা গ্র্যান্ড –

পর্যটকদের প্রথম পছন্দ কিন্তু ইহা গ্র্যান্ড। সবুজ গাছ, পাথরের মাখামাখি তার মধ্যে নীল জল, এযেন এক স্বপ্নপূরণের দৃশ্য! বিভিন্ন ধরনের ‘ওয়াটার স্পোর্টস’-এ চড়েও মন ভাল করতে পারেন সঙ্গীর সাথে।