আর নয় একঘেয়ে দীঘা পুরী! মধুচন্দ্রিমায় অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

রাত পোহালেই বলিউডের আরও এক পরিচিত জুটি পেয়ে যাবেক স্বামী-স্ত্রী তকমা। সিদ্ধার্থ মালহত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আদবানি (Kiara Advani) জয়সলমেরের থর মরুভূমির বুকে এক বিলাসবহুল হোটেলে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হবে। সাধারণ মানুষের যদিও ডেস্টিনেশন ওয়েডিং করার কথা স্বপ্নেও ভাবা যায় না। তবে চাইলে আপনি মধুচন্দ্রিমা কিন্তু সেখানে কাটাতে পারেন।
হাওড়া থেকে ট্রেনে জয়পুর পৌঁছে যাবেন। জয়পুর থেকে ট্রেন অথবা গাড়ি ভাড়া করে সড়কপথেও যেতে পারেন জয়সলমের। বিমানের মাধ্যমে আপনি সরাসরি সেই শহরে যেতে পারবেন। নানা রকম হোটেল এবং বিভিন্ন বিলাসবহুল রিসর্ট রয়েছে। অনলাইনের মাধ্যমেই সেগুলি কিংবা নতুন এডভেঞ্চারের জন্য সামের ডেজার্ট ক্যাম্প বুক করে রাখতে পারেন।
প্রতিটি হাভেলির অসাধারণ সব দেওয়ালচিত্র আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পাকিস্তান সীমান্ত থেকে এই মরু শহরের দূরত্ব ৭০ কিমি। থর মরুভূমির ঠিক মাঝামাঝি এই শহরে দেখতে পাবেন উটের সারি। চাইলে পিঠে চড়ে বেশ খানিক পথ ঘুরতেও পারবেন। ‘সোনার কেল্লা’ দেখতেই হবে আপনাকে যা পড়ন্ত সূর্যের আলো দুর্গের গায়ে পড়লে যেন ম্যাজিক হয়।
গদিসর লেক, নাথমলজি কি হাভেলি, গভর্নমেন্ট মিউজিয়াম, মন্দির প্যালেস, স্যান্ড ডিউনস এই জায়গা গুলি আপনাকে দেখতেই হবে। পাকিস্তান বর্ডার লাগোয়া গ্রাম ‘তানট’ যার দূরত্বে ১০ কিলোমিটারের বেশি নয় সেটা ঘুরেও দেখতে পারেন।
সপ্তাহ খানেকের এই ভ্রমণ সূচি যে কতটা মজাদার ও রোমাঞ্চ ভরা হবে তা নিশ্চয়ই আমাদের প্রতিবেদন পড়া কালীন বুঝতে পারছেন।