Offbeat

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

Advertisement

নবাবদের শহর মুর্শিদাবাদের নাম শুনেছেন তো? সপ্তাহান্তে দুটো দিন কাটানোর জন্য ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ বেশ ভালো। নবাবী আমলের বাংলার রাজধানী মুর্শিদাবাদ এক চরম ইতিহাসের সাক্ষী। তবে শুধু বইয়ের পাতায় এই শহরকে জানলেই হবে না। নিজে গিয়ে চাক্ষুস করতে হবে। দুটো দিনের জন্য এই শহরে পরিবার নিয়ে ঘুরতে যেতেই পারেন। তবে তার আগে অবশ্যই আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য জেনে নিতে হবে।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

কিভাবে যাবেন – কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারী এক্সপ্রেস চেপে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সেখানে। ৯০ টাকা ভাড়ায় কলকাতা থেকে মুর্শিদাবাদ পৌঁছে যাবেন।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

কোথায় থাকবেন – হাজারদুয়ারী প্যালেসের কাছে প্রচুর বাজেট হোটেল আছে। তবে যদি গঙ্গার ধারে থাকতে চান সেক্ষেত্রে বেশ কিছু বাড়তি জিনিস আপনাকে খরচ করতে হবে।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

কি কি দেখবেন – মুর্শিদাবাদের সবচাইতে বিখ্যাত এবং সবচেয়ে জনপ্রিয় দ্রষ্টব্যস্থান এই হাজারদুয়ারি। গঙ্গার পাশে ৪১ একর জায়গা জুড়ে এই বিশাল প্রাসাদ অবস্থান করছে। বিশাল সেই জমিতে যেমন রয়েছে হাজারদুয়ারী প্রাসাদ, ঠিক তেমনই রয়েছে আরো কিছু দর্শনীয় স্থাপত্য ও বস্তু – যেমন ইমামবাড়া, সিরাজের আমলের মদিনা, বাচ্চাওয়ালী কামান, ঘড়ি মিনার ইত্যাদি।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

ঘড়ি মিনার ওপর একটি বিখ্যাত স্থান। সিরাজ – উদ – দ্দৌলার মদিনার কথা সবাই শুনেছেন। সিরাজের সময়ের ব্যবহৃত বাচ্চাওয়ালি তোপ রাখা আছে ফাঁকা একটি মাঠের মধ্যে। চক মসজিদ নবাব সময়ের এক দুর্দান্ত স্থান বলা যায়। জৈন মন্দির যা ১৭৯৮ খ্রিস্টাব্দে তৈরী হয়েছিল। কার্যত এই ভ্রমনে যা দেখবেন সবকিছুই ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

খরচ – মুর্শিদাবাদ ঘুরতে মাথাপিছু খুব বেশি হলে ১২০০-১৫০০ টাকা খরচ হবে। তবে দিন বেড়ে গেলে কিন্তু সেই খরচ অবশ্যই বাড়তে থাকবে।

অনেক হল একঘেয়ে দীঘা-পুরী! খরচ বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে