স্বর্গসুখ পেতে দীঘা-দার্জিলিং ভুলে ঘুরে আসুন দুর্দান্ত এই স্থান থেকে, দেখে মুগ্ধ হয়ে যাবেন

দেশের বিভিন্ন মন্দিরে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। সবথেকে বড়ো ও দামি মন্দির গুলি সম্পর্কে তো সবারই কমবেশি জানা আছে। তেমনই রাজস্থানের বিখ্যাত ‘গোবিন্দ দেব জি‘ মন্দিরের সম্পর্কে হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রতি বছর রাধা গোবিন্দ ভক্তরা এখানে দর্শনের জন্য উপস্থিত হন। চলুন আপনাকেও আজ ঘরে বসেই সেই মন্দিরের একটি বিশেষ দর্শন আমাদের প্রতিবেদনের মাধ্যমে করিয়ে দেওয়া যাক।
মন্দিরের সম্পূর্ণ নাম – গোবিন্দ দেব জি মন্দির (Govind Dev Ji Temple)
অবস্থান – রাজস্থানের রাজধানী জয়পুরের থেকে মাত্র ৫.৭ কিমি দূরে জালেবি চক নামের একটি জায়গায় এই মন্দির উপস্থিত।
তৈরীর ইতিহাস – ১৫৯০ সালে তৎকালীন রাজস্থানের রাজা মান সিংহ এই মন্দির তৈরী করিয়েছিলেন। শ্রী কৃষ্ণের জন্য তৈরী ভারতের এটি একটি পুরোনো ও বিখ্যাত মন্দির হিসাবে ধরা হয়।
কোন সময়ে যাবেন – বছরের অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারী মাস এই মন্দিরে ঘুরতে যাবার সবথেকে ভালো সময়।
মন্দির দেখার সময় – সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে প্রতিদিন খোলা থাকে এই মন্দির।
মন্দিরে কি কি দেখবেন – মন্দিরটি ঘিরে আছে সুন্দর ফুলের একটি বাগান। মন্দিরের ভিতরে ভরা ভারতীয় স্থাপত্য ও চিত্র কলা। সেই সময় সম্পূর্ণ মন্দির বালি ও মার্বেল পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। মন্দিরের ভিতরে ভগবান কৃষ্ণের মূর্তি তৈরী হয়েছে কালো পাথর ও রাধার মূর্তি তৈরী হয়েছে মেটাল দিয়ে। প্রতিদিন বিশেষ ভাবে তৈরী কৃষ্ণকে সাত বার ভোগ দেওয়া হয় আর তার সাথেই চলতে থাকে দুর্দান্ত আরতি। সম্পূর্ণ বাতাসে ভাসে ‘জয় গোবিন্দ’ ধ্বনি। সকলে এই মন্দিরকে ‘ছোট বৃন্দাবন’ নামেও অভিহিত করেছেন।
কিভাবে যাবেন – কলকাতা থেকে জয়পুর ট্রেনে পৌঁছে যাবেন। সেখান থেকে গাড়ি বা বাস করে সরাসরি জালেবি চক পৌঁছে যেতে পারবেন। দূরত্ব খুব বেশি নয়। বিমান পথেও জয়পুর বিমান বন্দর নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাকে গোবিন্দ দেব জি মন্দিরে যেতে হবে।