×
Offbeat

আর নয় দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

মার্চ মাসের শুরু হতেই বসন্ত উৎসবে মাতবেন সকলে। সপ্তাহে অনায়েসেই দুটি দিন কোথাও ঘুরে আসতে পারবেন অনায়েসেই। তবে কোথায় যাবেন চিন্তাভাবনা আছে কোনো? আপনার সপ্তাহান্তের ঠিকানা হতে পারে হুগলি জেলার গড় মান্দারণ। কলকাতার খুব কাছে অবস্থিত প্রাকৃতিক দৃশ্যর মধ্যে গড় মান্দারণ খুবই সুন্দর একটি জায়গা।

আর নয় দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর থেকে গড় মান্দারণে দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। হাওড়া থেকে আরামবাগগামী লোকাল ট্রেনে চেপে আরামবাগ নামবেন। সেখান থেকে প্রথমে বাসে চেপে কামারপুকুর। আবার একটি বাসে করে গড় মান্দারণ চলে যেতে পারেন। তবে গড় মান্দারণেই থাকার কোনো জায়গা নেই। তাই দিনের শেষে আপনাকে কামারপুকুর কিংবা জয়রামবাটীতে ফিরে আসতে হবে। আবার পরেরদিন সকাল হলে সেখানে যেতে পারেন।

আর নয় দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

প্রায় ২০০ একর জমির উপরে গড়ে উঠেছে গড় মান্দারণ পর্যটন কেন্দ্র। একটি গাজি এবং পীরের দরগা রয়েছে যেখানে ঘুরতে গেলে অবশ্যই মাথা ঠুকতে যান। ইতিহাসে কথিত রয়েছে গৌড়ের অধিপতি হুসেন শাহের সেনাপতির সমাধি হিসাবেই এই দরগা স্থাপন করা হয়েছিল। শাল, শিমুল, পিয়াল, সেগুন প্রভৃতি গাছের সমন্বয়ে তৈরী হয়েছে গড় মান্দারণের জঙ্গল।

আর নয় দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -

সকাল হলে পাখির কলরব আর রাত হলে ঝিঁ ঝিঁ পোকার শব্দে কানে অন্যরকম আরাম লাগে। পায়ে জোড় থাকলে একশো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে মাজার দর্শন করতে। সর্বধর্মসমন্বয়ে এখানে প্রার্থনা করেন বহু মানুষ। গড় নামের একটি ঢিপি আছে যেখানে আগে নিচে সুড়ঙ্গ ছিল। গড়ের পাশেই রয়েছে ছোট চড়া যুক্ত জলাশয়। আপনি কামারপুকুর ও জয়রামবাটি ঘুরেও গড় মান্দারণ যেতে পারবেন। দিনদুয়েকের জন্য এই ভ্রমন আপনার খারাপ লাগবে না।

আর নয় দীঘা-পুরী-দার্জিলিং! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে -