Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

Advertisement

“সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার” – লাইনটি বিশেষ পরিচিত। হিন্দু ধর্মে গঙ্গাসাগর যাত্রা কার্যত খুবই বিখ্যাত। পবিত্র এই স্নানের ফলে মনে করা হয় মোক্ষের পথ প্রস্তুত করে। তাই একদিনের ছুটিতে যাবেন নাকি ‘গঙ্গাসাগর’? কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে সাগর দ্বীপ একদিনের ঘোরার জন্য আদর্শ জায়গা। ৩০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপ মোট ৪৩টি গ্রামের সমন্বয়ে গঠিত হয়েছে।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

কিভাবে যাবেন – শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নিয়ে কাকদ্বীপ স্টেশনে নামবেন। সেখান থেকে অটো ভাড়া করে নিয়ে চলে যাবেন আট নম্বর ঘাটে। সেখান থেকে লঞ্চ ধরে চলে যেতে পারবেন সাগরদ্বীপ।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

থাকার ব্যবস্থা – বিভিন্ন ছোট বড়ো হোটেল আছে। সরকারের পক্ষ থেকেও কম টাকায় ভালো থাকার ব্যবস্থা গড়ে উঠেছে। একটি ঘর ভাড়া করে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

কি কি দেখবেন – এখানে হুগলি ও হলদি নদীর প্রবাহ এক হয়ে মিশেছে। বিখ্যাত হিন্দু তীর্থস্থান গঙ্গাসাগর এই ‘সাগর দ্বীপে’ অবস্থিত। আসলে জায়গাটির নাম কিন্তু সাগর দ্বীপ। তবে মানুষের কাছে পরিচিত গঙ্গাসাগর হিসাবেই।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

কপিল মুনির আশ্রমকে (Kapil Muni Ashram) কেন্দ্র করে পুণ্যস্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দুদের এই মেলা হচ্ছে গঙ্গাসাগর। প্রতি বছর ধনু থেকে মকরে রবির অর্থাৎ সূর্যের প্রবেশ ঘিরে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় হিন্দু মতে। সাগরদ্বীপে বেশিরভাগ ‘উৎকল’ জাতের মানুষ বসবাস করে থাকেন। মন্দিরতলা, ধবলাট, মনসাদ্বীপ, হরিণবাড়ি প্রভৃতি জায়গা গুলি আছে যা ঘুরে দেখতে পারেন। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয়।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

খরচ – সাগর দ্বীপ অর্থাৎ গঙ্গাসাগর স্নান করার উদ্দেশ্যে ভ্রমন করলে বেশি টাকা লাগবে না। ২০০০ টাকার মধ্যেই সম্পূর্ণ এই ভ্রমণ সেরে ফেলতে পারবেন।