Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! কাছের মানুষের সাথে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

Advertisement
Advertisements

‘ডুয়ার্স’ নামটা শুনলেই যেন ক্যানভাসের উপর হাতে আঁকা এক পরিপাটি চিত্র মনে হয়। হাজার হাজার মানুষ প্রতি বছর এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যান। খরচ সীমিত আর এডভেঞ্চার অপরিবর্তিত। বলতে দ্বিধানেই এই ডুয়ার্স কিন্তু ইতিহাসে মোড়া যার ফলে বই পত্তর ঘাটলে বহু তথ্য আমাদের সামনে চলে আসে। কি তাহলে যাবেন নাকি ডুয়ার্স ঘুরতে? কিন্তু যাওয়ার আগেই আপনাদের জন্য তৈরী ডুয়ার্সয়ের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দিয়ে দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! কাছের মানুষের সাথে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

হাওড়া বা শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে শিলিগুড়ি হয়ে সোজা চলে যাবেন ডুয়ার্স। প্লেনে যেতে চাইলে ডুয়ার্সয়ের সবথেকে কাছের বিমানবন্দর বাগডোগরা আপনাকে সেখানেই যেতে হবে। রিসর্ট, হোটেল, বন দফতরের বাংলো এসব জায়গাতেই খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! কাছের মানুষের সাথে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

প্রথম দিন গাড়ি ভাড়া করে চলে যাবেন জলদাপাড়া ও গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরতে। সেখানে গাড়ি ভাড়া করে নিলে আপনাকে পার্কের মধ্যে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবেন নির্দিষ্ট গাইড। গন্ডার, হাতি, সম্বর ও প্রচুর পাখি এখানে দেখতে পাবেন। ভাগ্য যদি ভালো থাকে এক শৃঙ্গ গন্ডারের দেখা পেয়ে যেতেই পারেন। তারপরের দিন ‘চাপড়ামারী’, ‘চালসা গৌরীগাঁও’,’বক্সা জাতীয় উদ্যান’ দেখতে ভুলবেন না যেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! কাছের মানুষের সাথে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে

যাদের জলে ভয় নেই তিস্তা নদীতে রিভার রাফটিং করতে পারেন। জয়ন্তী, ঝালং, বিন্দু, সুলতানখোলা এসব জায়গা গুলি আপনি একটি গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন। দিন পাঁচেক থাকলে সম্পূর্ণ ডুয়ার্স ঘোরা শেষ হয়। মাথাপিছু খরচ ৫০০০-৭০০০ টাকার মধ্যে ধরে রাখতে হবে। তাই আর দেরি নয় পড়ন্ত এই শীতের মরসুমে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন ডুয়ার্স থেকে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! কাছের মানুষের সাথে সময় কাটাতে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে