×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা পুরী, মনের মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে

জানুয়ারির শেষে মনে হচ্ছিলো ঠান্ডা যেন আমাদের ছেড়ে পাড়ি দিলো। তবে ফেব্রুয়ারী থেকে আবারো কার্যত ঠান্ডা যেন জাঁকিয়ে বসেছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। আর এই মরসুমে ভ্রমণ পিপাসুরা ঘুরতে যাবেন না তা কি হয়? দেশ-বিদেশে ঘোরা যদিও বর্তমানে যাওয়া সম্ভব নয় তবে তা বলে কলকাতার থেকে কয়েক ঘন্টা দূরে মিনি সুইজারল্যান্ড তো ঘুরে আসতেই পারেন। নামটা শুনলে অবাক করলেও আদতেই কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ সুইজারল্যান্ডের মতো দেখায়।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, মনের মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে -

বিখ্যাত এই জায়গাটি হলো ঝাড়খন্ডের ‘ডিমনা’। হাওড়া থেকে টাটানগরগামী যে কোন এক্সপ্রেস ট্রেনে উঠে নামবেন জামশেদপুর। তারপরে গাড়ি করে আপনি পৌঁছে যাবেন ডিমনা। গাড়ি কিংবা কলকাতা থেকে বিভিন্ন বাস করে আপনারা ডিমনা পৌঁছাতে পারবেন যার জন্য সময় লাগবে ৬-৭ ঘন্টা মতো। দলমা পাহাড়ের পাদদেশে এমন সুন্দর পরিষ্কার স্বচ্ছ জলের লেক কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের দেশেই।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, মনের মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে -

অনলাইনের মাধ্যমে আগে থেকে হোটেল ও কটেজ বুকিং করে রাখতে পারবেন। জঙ্গলের মধ্যে দলে দলে হাতি দেখার সুযোগ পাবেন যা হয়তো আপনারা মিস করতে চাইবেন না। সময় নিয়ে আসানবনি, জয়দা মন্দির, সাঁই বাবার মন্দির ঘুরে দেখতে পারবেন। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে বাঙালি খাবার পাবেন ভরপুর।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, মনের মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে -

সবুজ প্রকৃতির মাঝেই যেন বুক চিঁড়ে বেরিয়ে গেছে বিশাল সড়ক পথ। দুই-তিন দিনের ছুটি নিয়ে মনের মানুষকে নিয়ে ঘুরে আসতেই পারেন ডিমনা থেকে। সব মিলিয়ে আনুমানিক ২০০০-২৫০০ টাকা মাথাপিছু খরচ হবে। তাই আর চিন্তা করবেন না ব্যাগ গুছিয়ে চটপট বেরিয়ে পরুন আর মিনি সুইজারল্যান্ডে ঘোরার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।

আর নয় একঘেয়ে দীঘা পুরী, মনের মানুষের সাথে অবশ্যই ঘুরে আসুন এই মিনি সুইজারল্যান্ড থেকে -