আর নয় একঘেয়ে দীঘা-পুরী! স্ত্রীর সাথে ছুটি কাটাতে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে

‘দার্জিলিং’ নামটা শুনলেই প্রতিটি বাঙালি একবার ঘুরতে যাওয়ার স্বপ্ন তো দেখেই থাকেন। জগৎ জোড়া এই স্থানে বছরভর হাজার হাজার মানুষ ভিড় জমান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,১০০ মিটার উচ্চতায় অবস্থিত রাজ্যের সবথেকে উঁচু ও সুন্দর জেলা দার্জিলিং। যাবেন নাকি এই ছুটিতে পরিবারের সাথে ঘুরতে? তার আগে অবশ্যই ভ্রমন সম্পর্কে খুঁটিনাটি তথ্য গুলি দেখে নিন।
হাওড়া বা শিয়ালদাহ থেকে ট্রেনে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকেই গাড়ি ভাড়া করে বেরিয়ে পরুন দার্জিলিংয়ের উদ্দেশ্য। জলপাইগুড়ি থেকে ৪৪ কিমি দূরে দার্জিলিং যা যেতে ২ ঘন্টা মতো সময় লাগবে। বিমানে বাগডোগরা হয়েও দার্জিলিং যেতে পারেন। পৌঁছে প্রচুর হোটেল আছে সেগুলি আগে থেকে বুকিং করে যেতে পারেন। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ‘ঘুম’ থেকে টয়ট্রেন চড়তে ভুলবেন না কিন্তু।
ঘুম মোনাস্ট্রি, দার্জিলিং চিড়িয়াখানা, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, হ্যাপি ভ্যালি টি গার্ডেন এগুলো পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। হোটেল থেকেই সকালে কাঞ্চনজঙ্ঘা দেখবেন সাথেই টাইগার হিলের সূর্যোদয় মিস করবেন না। ‘বাতাসিয়া লুপ’ এর মধ্যে দিয়ে ট্রেন জার্নি সে যেন এক অন্য অভিজ্ঞতা। ৫৫০০ মিটার উচ্চতায় অবস্থিত দার্জিলিং রোপওয়ে যা চা বাগানের উপর দিয়ে দীর্ঘ ১৬ কিমি দূরে সেটা কিন্তু আপনাকে চড়তেই হবে।
‘রিভার রাফটিং ইন তিস্তা’ ও ট্রেকিং এডভেঞ্চার চাইলে এই দুটি যুক্ত করতে পারেন। সপ্তাহ খানেক দার্জিলিংয়ে কাটালে মাথাপিছু ১০,০০০-১২,০০০ টাকা মতো খরচ হবে আপনার। তবে বুঝে ও বুদ্ধি করে খরচ করলে এর থেকেও কম হতে পারে। এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঠান্ডা ও গরমের একটা ভারসাম্য বজায় থাকে। তাই পরিবারকে নিয়ে সময় কাটাতে আপনি চাইলে দার্জিলিং ভ্রমণ সেরে নিতে পারেন।