×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

নির্জনে প্রিয় মানুষের সাথে ঘুরতে যেতে ভালোবাসেন অনেকেই। তবে সেই রকম মনের মতো জায়গার খোঁজ পাওয়া যায় না। মধুচন্দ্রিমার জন্য দু’জনেই এমন জায়গার খোঁজ করছেন, যেখানে প্রকৃতির সান্নিধ্যে একান্তে বেশ খানিকটা সময়ও কাটানো যাবে আর ঘোরাঘুরিও করা যাবে জমিয়ে। যেই চাওয়া অমনি আমাদের প্রতিবেদন হাজির আপনার মনের মতো জায়গা নিয়ে। আপনার গন্তব্য হতেই পারে তামিলনাড়ুর শৈল শহর কুন্নুর -এ।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

কলকাতা থেকে কোয়েম্বাটুর পৌঁছে যান যে কোনো ট্রেনে। এবার স্টেশন থেকে কুন্নুর যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে পৌঁছে যান ঘন্টা দুয়েকের মধ্যে। বিমানে করেও আপনি কোয়েম্বাটুর বিমানবন্দর থেকে কুন্নুর পৌঁছে যাবেন। গিয়েই সবুজ প্রকৃতি ও পাহাড়ের বুঁকে দুর্দান্ত হোটেলে রাত কাটাতে পারবেন। কুন্নুর থেকে উটির দূরত্ব মাত্র ১৯ কিলোমিটার। তাই কুন্নুর থেকে দুর্দান্ত উটি চাইলেও আপনি একদিনে ঘুরে আসতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

সিলভার ওক-ফার্ন-ইউক্যালিপটাস-পাইন গাছে ভরা কুন্নুর শহর তাই যারা ফুল ভালোবাসেন তাঁদের জন্য এক কথায় ‘জন্নত’ বলা যায়। সাইড সিন হিসাবে কুন্নুরে গিয়ে ডলফিন নোজ ভিউ পয়েন্ট, সিমস পার্ক, ল্যাম্ব রক, দ্রুগস ফোর্ট, ওয়েলিংটন গলফ কোর্স, লস ফলস ঘুরে দেখতে পারবেন। দুদিন থেকে সেখানে থেকে আপনি চলে যেতে পারবেন উটি। ঘন সবুজের মধ্যে দিয়ে পথ বেয়ে চলেছে উটির পথে। হাতে বেশ কিছুটা সময় থাকলে টয় ট্রেনে চেপেও যেতে পারেন কুন্নুর থেকে উটি।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

নতুন অভিজ্ঞতা ও এডভেঞ্চারে পরিপূর্ণ থাকবে আপনার এই টয় ট্রেন যাত্রা। উটিতে গিয়ে বটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, থ্রেড গার্ডেন, স্টোন হাউস, মিউজিয়াম, বোট ক্লাব, উটি লেক দোদাবেতা শৃঙ্গ আরও অনেক স্থানই ঘুরে দেখতে পারেন। কুন্নুর নীলগিরির কাছেই মধুমালাই জঙ্গলে ‘ঈপ্সিত’ পাখিটিকে দেখতে পারেন যা পাখিপ্রেমীদের কাছে ভগবানের দেখা পাওয়ার মতো। সব মিলিয়ে সপ্তাহ খানেকের এই ভ্রমন আপনার খুবই ভালো লাগবে মনের মানুষটির সাথে তা বলার অপেক্ষা রাখে না।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -