Offbeat

অনেক হল দীঘা-পুরী! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement
Advertisements

ইতিহাস বই দেখলে ক্লান্তি আসলেও এখন ইতিহাসে ঘেরা জায়গা দেখতে কিন্তু কোনো ক্লান্তি আসে না মানুষের। মাধ্যমিকের পরে এই কষ্টকর বিষয় নিয়ে এগোতে আর কেউ চায় না। তবে যারা এগিয়েছেন তারাই জানেন কি নেশা থাকে এই বিশেষ বিষয়ের মধ্যে। তেমনই দুঃসাহসিক সব ঘটনার সাক্ষী রাজস্থানের এই চিত্তরগড় দুর্গ (Chittorgarh Fort)। আজকের প্রতিবেদনের আপনাদের রহস্যে মোড়া এই দুর্গের কথাই জানাবো।

অনেক হল দীঘা-পুরী! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

  • অবস্থান – আরাবল্লি পর্বতের ওপর ৭০০ একর জায়গা জুড়ে এশিয়ার সবচেয়ে বড় চিত্তরগড় দুর্গ তৈরী হয়েছে। ‘পদ্মাবত’ (Padmavat) সিনেমার শুটিং হয়েছিল এখানেই যার ফলে দেশের সকলের কাছে এক বিশেষ পরিচিতি তৈরী করেছে।

অনেক হল দীঘা-পুরী! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

  • ইতিহাস – মেওয়াড়ের রাজধানী ছিল চিতোরগড়। মৌর্য শাসক চিত্রাঙ্গদা মোরি এই দুর্গটি গড়ে তুলেছিলেন। তবে এরপর গুহিলা রাজবংশের বাপ্পা রাওয়াল, ১৩০৩ সালে আলাউদ্দিন খিলজি দখল করে। তবে পরে ব্রিটিশরা এই দুর্গ দখল করলে ১৯০৫ সালে চিতোরগড় দুর্গের মেরামতের কাজ করায় ব্রিটিশরা।

অনেক হল দীঘা-পুরী! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

  • কি কি ঘুরে দেখবেন – দুর্গে প্রবেশ করতে গেলে পেরোতে হয় বাদল পোল, ভৈর পোল, হনুমান পোল, রাম পোল ও লক্ষ্মণ পোল সহ সাত-সাতটি ফটক। ভিতরে ঢুকলে স্থাপত্য কার্য দেখলে কার্যত মাথা ঘুরবে আপনার। ভিতরে রয়েছে কীর্তি স্তম্ভ, বিজয় স্তম্ভ, পদ্মিনী প্রাসাদ, গৌমুখ জলাধার, রানা কুম্ভ প্রাসাদ, মীরা মন্দির, কালিকামাতা মন্দির, জৈন মন্দির এবং ফতেহ প্রকাশ প্রাসাদ আছে। দুর্গের মধ্যে প্রায় ৮৪৮টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছিল প্রজাদের জলের কষ্ট দূর করার জন্য। তবে সেগুলি সব আস্তে আস্তে বুজে গিয়ে বর্তমানে মাত্র ২২টি রয়েছে। দুর্গের মধ্যেই রাজপুত শাসক রানা কুম্ভর তৈরী করা বিজয়স্তম্ভ সবথেকে আশ্চর্যের। তবে সবশেষে জানিয়ে রাখি এখন চিত্তরগড় দুর্গ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে দেওয়া হয়েছে।

অনেক হল দীঘা-পুরী! এবারের ছুটিতে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

  • কিভাবে যাবেন – কলকাতা থেকে উদয়পুর যাবেন আর সেখান থেকেই দুর্গ। প্রচুর ট্রেন আছে যা উদয়পুরের উদ্দেশ্যে শিয়ালদাহ বা হাওড়া থেকে রওনা দেয়। উদয়পুর থেকে আরাবল্লি পাহাড়ের ওপর অবস্থিত চিত্তরগড় দুর্গের দূরত্ব ১০২ কিমি যা পৌঁছাতে আপনাদের খুব বেশি সময় লাগবে না।