একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত? টেস্ট বদলাতে অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

‘পূর্ব ভারতের স্কটল্যান্ড’ জানেন কোন জায়গাটিকে বলা হয়? এই দেশেই অবস্থিত বিখ্যাত সেই ভ্রমণ স্থান। আসলে ব্রিটিশরা রাজ করার সময় এতটাই সেই জায়গার সৌন্দর্যে মজে ছিলেন যার ফলে এই বিশেষ উপাধি দান করেছিলেন। মেঘালয় রাজ্যের রাজধানী ‘শিলং’ (Shillong) নাম শুনেছেন নিশ্চয়ই। পাহাড় থেকে ঝর্ণা নিয়ে তৈরী হয়েছে দুর্দান্ত এই শহরটি। ছোট অথচ ক্যানভাসে আঁকা প্রতিটি ঘরবাড়ি থেকে প্রাকৃতিক শোভা। চলুন আজ পায়ে পায়ে আপনাদের একটু শিলং যাত্রা করিয়ে নিয়ে আসা যাক।
শিলং-র অবস্থান – শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উঁচুতে অবস্থিত। সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে।
কিভাবে যাবেন – কলকাতা থেকে অসমের গুয়াহাটি স্টেশনে যেতে হবে। সেখান থেকে বাস কিংবা গাড়ি ভাড়া করে শিলং পৌঁছে যেতে পারবেন। আকাশ পথে যেতে গেলে উমরাই বিমানবন্দর বা শিলং বিমানবন্দর হয়ে যেতে হবে।
কি কি দেখবেন – শিলং যাওয়ার সময় ঘুরে যেতে পারেন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলাইনং থেকে। যাওয়ার পথেই দেখা মিলবে অনেকগুলো ঝর্ণা। চেরাপুঞ্জি যেতে পথের দু’পাশে দেখা মিলবে উঁচু নিচু সব পাহাড়। তবে চেরাপুঞ্জিতে কখন যে বৃষ্টি নামে তা আপনি বলতে পারবেন না।
এর পরে শিলং-এর সবথেকে সুন্দর জায়গা দেখবেন ‘সেভেন সিস্টার ফলস’। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জলপ্রপাত এর উচ্চতা ১,৪৮৪ মিটার। বৃষ্টি হলে এর সৌন্দর্য আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে। কালো পাথরের তৈরী মোসামাই গুহাতে আপনি ঢুকতে পারবেন।
পাহাড়ের উপর সবুজ গাছ সেই জায়গার নাম লাইট লুম। উমিয়াম লেক, এলিফ্যান্ট জলপ্রপাত, শিলং ভিউপয়েন্ট, গলফ লিংক, ওয়ার্ডস লেক ঘুরতে ভুলবেন না। এই জায়গা আপনাকে সত্যি পাহাড়ের সীমায় পৌঁছে দেবে।
কোথায় থাকবেন ও খরচ – শিলং-এ থাকার মতো অনেক হোটেল ও হোম স্টে আছে। সেখানেই একসাথে থাকা ও খাওয়া সমেত আপনার ১৫০০-২০০০ টাকা খরচ হবে প্রতিদিন মাথাপিছু।