Offbeat

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

Advertisement
Advertisements

একান্তে দুজনে সময় কাটাতে কে না চায় বলুন তো? তবে কোন সময় অফিসের ছুটি তো কোনো সময় বাঁধা হয়ে যায় বাজেট। যে কারণে একান্তে নিরিবিলি কিছুতেই সময় কাটাতে পারছেন না। গরমে তবে ঠান্ডার জায়গায় অবশ্যই যেতে হবে। চিন্তা নেই আজ আপনাদের পাহাড়ের এমন এক জায়গার ঠিকানা দেবো যেখানে এর আগে আপনারা গেলেও সঠিক উপভোগ করতে পারেননি।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

জায়গাটির নাম – লোলেগাঁও

অবস্থান – লোলেগাঁও সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৭৫ মিটার উঁচুতে অবস্থিত একটি লেপচা গ্রাম।

কিভাবে যাবেন – জলপাইগুড়ি থেকে সহজেই আপনি পৌঁছাতে পারবেন লোলেগাঁও। ১২৪ কিমি দূরে অবস্থিত যা গাড়ি করে আপনি যেতে পারবেন। লোলেগাঁও কালিম্পং থেকে প্রায় ২৬ কিলোমিটার এবং লাভা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। নিকটতম বিমানবন্দর বাগডোগরা আপনারা সেখান থেকেও যেতে পারবেন।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

কি কি দেখবেন সেখানে – লোলেগাঁও ভিউপয়েন্ট থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পর্যটকরা নেওরা ন্যাশনাল পার্কের অত্যাশ্চর্য দৃশ্য এবং হিমালয়ের সাদা তুষারময় পর্বত গুলি সরাসরি দেখতে পাবেন।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

লোলেগাঁও থেকে কিছু দূরে চেঞ্জি জলপ্রপাত লা অবস্থিত। ছোট অথচ জলপ্রপাতটি প্রাকৃতিক সম্পদের নৈসর্গিক সৌন্দর্যের সাথে মিশে যাওয়ার যোগ্য। লোলেগাঁওয়ের কাছাকাছি অবস্থিত রিশপ একটি দুর্দান্ত গ্রাম। ভাগ্য ভালো থাকে তাহলে সকালে উঠেই দেখবেন পৃথিবীর তৃতীয় বৃহতম শৃঙ্গ ‘কাঞ্চনজঙ্ঘা’।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

ঝান্ডিদার লো, ইকো পার্ক, রিম্বিক এসব জায়গাগুলি অবশ্যই আপনাকে ঘুরে দেখতে হবে। লোলেগাঁওয়ের বিখ্যাত টিফিনধারা সানসেট পয়েন্ট থেকে সূর্য উঠতে ও সূর্যাস্ত দেখতে পাবেন।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

থাকা ও খাওয়া – বিভিন্ন হোম স্টে আছে সেখানেই কাটাতে হবে আপনাকে রাত। আপনার চাহিদা অনুযায়ী বাঙালি খাবার তৈরী করে দেওয়া হবে সেখানে। তবে সেখানে গেলে বিভিন্ন পাহাড়ি খাবার খেয়ে দেখতে পারেন। গ্রাম জুড়ে লেপচা পরিবার বসবাস করেন। তারাই এখন বিভিন্ন ধরণের হোম স্টে তৈরী করেছেন পর্যটকদের জন্য।

অচেনা পৃথিবী! ছুটিতে স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, মিলবে স্বর্গসুখ

মাথাপিছু খরচ – লোলেগাঁও ঘুরলে মাথা পিছু আপনার ৫০০০-৭০০০ টাকা খরচ হবে। তবে সেই খরচ বাড়তে বা কমতে পারে।