Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement

‘লাদাখ’, ভ্রমণ পিপাসুদের কাছে যেন এক স্বপ্নের জায়গা। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত লাদাখ যেন স্বয়ং ভগবানের সৃষ্টি। সেই কারণেই কাশ্মীরের পরেই এখন লাদাখ যেতে পছন্দ করেই পর্যটনকারীরা। এই লাদাখ নিয়ে খানিক ইতিহাস কম নেই। কাশ্মীরের মতোই দফায় দফায় শত্রুদের হাত থেকে এই জায়গাকে উদ্ধার করা হয়েছে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

লাদাখ যেতে হলে আপনাকে প্রথমে কাশ্মীর পৌঁছাতে হবে ট্রেনে। সেখান থেকেই গাড়ি ভাড়া করে লাদাখ পৌঁছাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উচ্চতায় অবস্থিত এই লাদাখ। বিমানেও আপনি যেতে পারবেন তবে লাদাখ নয় সবথেকে কাছের বিমানবন্দর ‘লে’ -তে আছে। সেখান থেকে গাড়ি করে আপনাকে লাদাখ যেতে হবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

লাদাখ যাওয়ার আগে ভারতীয়দের জন্য ইনার লাইন পারমিট ও বিদেশিদের লাদাখ প্রোটেক্টেড এরিয়া পারমিট লাগে তাই সেগুলি বানাতে ভুলবেন না। লে-লাদাখ অঞ্চল সাধারণত সবুজহীন ধূসর অনুচ্চ পাহাড় এবং পাথুরে রাস্তায় ভরা। তবে বছরে ঠান্ডার পরিমান বেশ ভালো থাকে। এখন এডভেঞ্চাচার করার জন্য বেশিরভাগ মানুষ বাইকের মাধ্যমে দিল্লী-লাদাখ-মানালি এই পথে ঘুরতে যান। যদিও বাইকে ঘুরতে গেলে আপনাদের বাজেট কিছুটা বেশি হবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

লাদাখ ভ্রমনে এই জায়গা গুলি অবশ্যই ঘুরবেন –
১) ৫৩৫৯ মিটার উঁচুতে খারাদুঙলা লেক
২) ৫৫৮২ মিটার উঁচুতে মার্সিমিক লেক
৩) ৫৩৬০ মিটার উঁচুতে চ্যাং লেক
৪) ৪৩৫০ মিটার উঁচুতে প্যাঙগঙ লেক

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

সবশেষে ভারতের শেষ গ্রাম ‘তুরতুক’ যেতে ভুলবেন না। গ্রামের একদিকে ভারতের নুব্রা আর অন্যদিকে পাকিস্তানের বালতিস্তান। গ্রামের গা ঘেঁষে বয়ে গেছে শ্যোক নদী। সবমিলিয়ে শুধু লাদাখ ভ্রমণ করলে আপনার ১৫,০০০ টাকা মতো খরচ হবে। তবে জীবনভর যে স্মৃতি পাবেন তা হয়তো আমৃত্যু ভুলবার নয়।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং! অবশ্যই ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে