Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

Advertisement
Advertisements

‘গোয়া’, সাধারণ মানুষের কাছে দেশের মধ্যেই এক বিদেশের সাম্রাজ্য। ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্য তবে এর মধ্যে যে মানুষের কতরকমের মনোরঞ্জন লুকিয়ে আছে তা বলার নয়। তাই তো বিয়ের আগে বন্ধুদের সাথে ব্যাচেলর ট্যুর হোক কিংবা বিয়ের পরে মধুচন্দ্রিমা এখানে একবার হলেও আপনাকে ঘুরতে যেতেই হবে। গোয়া বললেই উত্তর গোয়ার সবথেকে অন্যতম ও জনপ্রিয় সমুদ্র সৈকত ‘ক্যালাঙ্গুট’ (Calangute) -র নাম আসে। সবথেকে বড়ো ও সবথেকে বিলাসবহুল এই বিচে কার্যত সকলে ঘুরতে যেতে চান।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত গোয়া ঘুরতে গেলে শ্বাস নেওয়া দুস্কর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ কার্যত সেখানে ঘুরতে যান প্রতিদিন। আপনার বাজেট কম হলে ও নিরিবিলি পছন্দ করলে মে-অগাস্ট মাস বেছে নিতে পারেন। গোয়া যেতে হলে আপনাকে কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ট্রেনে যেতে হবে। তবে এই একটি ট্রেন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত গোয়া যায়।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

বিমান পথে কিংবা মুম্বাই হয়েও আপনি গোয়া যেতে পারবেন যে কোনোদিন। সন্ধ্যা নামলেই ক্যালাঙ্গুট বিচে শুরু হয়ে যায় পার্টি। জায়গায় জায়গায় নাইট ক্লাব ও ডিজে থাকে, তবে কিছু সময় পর থেকে আপনার শারীরিক কষ্ট হবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ‘বাগা’ ও ‘ক্যানডোলিম’ বিচেও ঘুরে আসতে পারবেন। সম্পূর্ণ গোয়া ঘোরার জন্য কিন্তু আপনার বাইক ভাড়া করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

বিভিন্ন ওয়াটার স্পোর্টস যেমন – Sailing, Parasailing, Water Skiing এই ধরণের খেলা গুলি ব্যাপক আনন্দ দেবে। এই বিচে ভারতীয় ও পর্তুগীজ যে ঐতিহ্য তা কিন্তু মিলে মিশে আছে। এখানে প্রতিদিন মাথা পিছু থাকা ও খাওয়া মিলিয়ে ২৫০০ টাকা খরচ হবে। আর একই ভ্রমণের মধ্যে যদি সম্পূর্ণ গোয়া ঘুরতে চান তাহলে খরচ হবে ১৫,০০০ টাকার মতো।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে