Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে, পড়ে যাবেন প্রেমে

ভারতে এমন কোনো জায়গা আছে যেখানে গেলে বিদেশের মতো উপস্থিতি মনে হয়? তাহলে উত্তর হবে অবশ্যই আছে। ভারতের ক্ষুদ্র সেই রাজ্য যেখানে রাশিয়া থেকে আমেরিকার মানুষ ছুটে আসেন। আবার সেখানে রয়েছে ক্যাসিনো থেকে নাইট ক্লাব। ঠিকই ধরেছেন কথা হচ্ছে ‘গোয়া‘ -কে নিয়েই। সাধারণ মানুষের কাছে দেশের মধ্যেই এক বিদেশের সাম্রাজ্য এই জায়গা। বন্ধুদের সাথে ব্যাচেলর ট্যুর হোক কিংবা বিয়ের পরে মধুচন্দ্রিমা এখানে একবার হলেও আপনাকে ঘুরতে যেতেই হবে।

তবে গোয়া বললেই উত্তর গোয়া না দক্ষিণ এই বিতর্ক চলতেই থাকে। তবে সেসব বিতর্ক পিছনে রেখে আজ আমরা আপনাদের জানাবো গোয়ার অন্যতম ও জনপ্রিয় সমুদ্র সৈকত ‘ক্যালাঙ্গুট‘ (Calangute) সম্পর্কে। সবথেকে বড়ো ও সবথেকে বিলাসবহুল এই বিচে কার্যত সকলে ঘুরতে যেতে চান।

How To Travel : ট্রেনে গোয়া যেতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। সেই একটি মাত্র ট্রেন গোয়া পর্যন্ত যায়। যার সময় লাগে ৩৬ ঘন্টা। বিমান পথে কিংবা কলকাতা থেকে মুম্বাই হয়েও আপনি গোয়া যেতে পারবেন যে কোনোদিন।

Where To Stay: ক্যালাঙ্গুট বিচের পাশে প্রচুর হোটেল আছে। সেই হোটেলে থাকা ও খাওয়া একসাথে প্যাকেজ নিতে পারেন। আবার আপনি চাইলে একদম গোয়া শহরের উপরে থাকতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেশি।

Things to do in Calangute:

  • ক্যালাঙ্গুট বিচে সন্ধ্যা নামলেই শুরু হয়ে যায় পার্টি। নাইট ক্লাব, পাব, ডীস্কো মেতে ওঠে উল্লাসে। বিদেশী মানুষদের সাথে মিলিয়ে চলে দেশি মানুষদের নাচ।

 

  • প্রথমদিন গিয়ে সেখানে একটা বাইক ভাড়া নিন। তার ফলে আপনি সম্পূর্ণ গোয়া খুব ভালো করে ঘুরতে পারবেন।
  • ক্যালাঙ্গুট বিচের বিভিন্ন ওয়াটার স্পোর্টস বিশেষ জনপ্রিয়। Sailing, Parasailing, Water Skiing এই ধরণের খেলা গুলি খেলতে পারেন। তবে মনে রাখবেন এগুলি কিন্তু বেশ খরচ সাপেক্ষ।
  • সেখান থেকেই আপনি আলেক্স চার্চ, ক্যালাঙ্গুট বাজার, বাগা বিচ, ক্যান্ডলিয়াম বিচ ঘুরতে দেখতে পারবেন।

Best Time To Travel: নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত গোয়া ঘুরতে গেলে শ্বাস নেওয়া দুস্কর হয়ে ওঠে। এই সময় পিক সিজন চলতে থাকে। সাথেই সবকিছুর দাম হয়ে যায় অধিক। তবে আপনি যদি কম খরচে ও একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তাহলে মে-অগাস্ট মাসের মধ্যে যেতে পারেন।

Cost : শুধু ক্যালাঙ্গুট বিচ ও তার আশেপাশে ঘুরতে ১০০০০ টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। তবে উত্তর গোয়া কিংবা দক্ষিণ গোয়া ঘুরতে আরও ৫০০০ যুক্ত করবেন।