Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে, পাবেন অপার শান্তি

দেশের মধ্যেই বিদেশের মতো এক ছোট সুন্দর রাজ্য গোয়া। ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্য যেখানে দেশ থেকে বিদেশের মানুষ ছুটি কাটানোর জন্য আসেন। সেখানে রয়েছে ক্যাসিনো থেকে নাইট ক্লাব, ফাইভ স্টার হোটেল থেকে বিভিন্ন মন মাতানো ওয়াটার স্পোর্টস। সেই কারণেই সাধারণ মানুষের কাছে দেশের মধ্যেই এক বিদেশের সাম্রাজ্য বলা যায় এই জায়গাকে। তবে আজ আপনাদের গোয়ার এক পর্তুগীজ সমুদ্র সৈকতে নিয়ে যাবো। যেখানে পর্তুগীজ থেকে ইংরেজ সকলেই রাজ করে গেছেন। গোয়ার মধ্যে সেই জায়গা বেশ অন্যরকম। চলুন তাহলে সেই বিশেষ জায়গা সম্পর্কে আপনাদের জানানো যাক।

Location : গোয়ার বিখ্যাত পাঞ্জি শহরের ঠিক পাশেই অবস্থিত ক্যানডোলিম সমুদ্র সৈকত। বন্ধুদের সাথে ব্যাচেলর ট্যুর হোক কিংবা বিয়ের পরে মধুচন্দ্রিমা এখানে একবার হলেও আপনাকে ঘুরতে যেতেই হবে।

How To Travel : ট্রেনে গোয়া যেতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। সেই একটি মাত্র ট্রেন পশ্চিমবঙ্গ থেকে গোয়া পর্যন্ত যায়। যার সময় লাগে ৩৬-৪০ ঘন্টা মতো। বিমান পথে কলকাতা থেকে ডাবোলিম বিমানবন্দর হয়ে ক্যানডোলিম পৌঁছাতে হবে।

Where To Stay : ক্যানডোলিম সমুদ্র সৈকতের পাশে প্রচুর হোটেল আছে। সেই হোটেলে থাকা ও খাওয়া একসাথে প্যাকেজ নিতে পারেন। আবার আপনি চাইলে পাঞ্জি শহরের মধ্যেও থাকতে পারেন। আপনাদের জানিয়ে রাখি অফ সিজনে ক্যানডোলিম বেড়াতে গেলে ৭০০-৮০০ টাকা প্রতি রাত পিছু ৩ স্টার হোটেল পেয়ে যাবেন।

Best Time To Travel : নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই স্থানে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। সেই সময় হোটেলের দাম থেকে খাবার সব কিছুই একটু বেশি দাম হয়। তবে ডিসেম্বরে বিখ্যাত ‘সানবার্ন’ অনুষ্ঠিত হয় গোয়াতে যে কারণে এখানে হাজার হাজার মানুষ আসে।

Things to do :

  • শান্ত এবং নিরিবিলি এই সমুদ্র সৈকত একদমই নয়। তাই মধুচন্দ্রিমায় যদি নিরিবিলি চান এখানে পাবেন না। রাত হলেই শুরু হয়ে যায় রঙিন জল ও রাস্তায় রাস্তায় রেঁস্তোরা ও পাব গুলির বারবাড়ন্ত।
  • সৈকতে অনেক রেস্তোরাঁ রয়েছে যেখানে ভারতীয়, ইতালীয় এবং নানান মহাদেশীয় পাশাপাশি স্থানীয় সামুদ্রিক খাবার রয়েছে।
  • আপনি প্যারাসেলিং এবং ওয়াটার স্কিইং এর মত ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে পারেন।
  • বিশেষ নৌকা ভাড়া করে সমুদ্রের কিছু দূর গিয়ে ডলফিন দেখতে পারবেন। ভোরবেলা ডলফিন স্পটিংয়ের জন্য সেরা সময়। বাজেট বেশি থাকলে ব্যক্তিগত ক্রুজ ভাড়া করেও নিতে পারেন।
  • পাশেই আছে আগুয়াদা দুর্গ সেখান থেকে ঘুরে আসতে পারেন। পাঞ্জি শহর ঘুরতে পারেন। সেখানে এখনও পর্তুগীজ বহু মানুষ বাস করেন।

Cost : সিজনে ক্যানডোলিম বিচ ঘুরতে হলে ১৫,০০০ টাকার মতো মাথাপিছু বাজেট নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। তবে অন্য সময় সেটা কিছু কম হতে পারে।