×
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে স্ত্রীর সাথে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

সঠিক বাজেট ও অফবিট মধুচন্দ্রিমার জায়গা খুঁজছেন মনে হচ্ছে? পাহাড়ে যাবেন কিন্তু দার্জিলিং-কালিম্পঙ নয়। মানালি গেলে বাজেট হয়ে যাবে বেশি। ধারে কাছে কোন জায়গায় গেলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু কোথায় যাওয়া যায় দিন রাত এক করে খুঁজলেও এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না। যাবেন নাকি পাশের রাজ্য ঝাড়খণ্ডের ‘আসানবনি’ গ্রামে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে স্ত্রীর সাথে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশ মিলে পাহাড়ের কোলে তৈরী হয়েছে আসানবনি গ্রাম। হাওড়া থেকে টাটানগরগামী যে কোনো ট্রেনে চেপে নামতে হবে ওই স্টেশনেই। সেখান থেকে গাড়িতে আসানবনি পৌঁছাবেন যার জন্য ৩০ মিনিট মতো সময় লাগবে। এসপ্ল্যানেড থেকে প্রতি দিন জামসেদপুরের সরকারি ও বেসরকারি বাস ছাড়ে যা ছয় ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। পাহাড়ের কোলে অসংখ্য হোটেল ও রিসর্ট আছে। সেগুলি আগে থেকে বুকিং করে রাখলে সুবিধা হবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে স্ত্রীর সাথে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

ঝাড়খণ্ড রাজ্যে দলমা পাহাড়ের কোলে ছোট্ট একটি শহর আসানবনি। পাহাড় কেটে কিন্তু তৈরী করা হয়েছে। আসানবনি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত দলমা পাহাড়। রিসর্ট -এর ব্যালকনি থেকে অল্প বিস্তর দেখা যায়। দলমা অভয়ারণ্যে ঘুরে দেখতে পারেন ভাগ্য ভালো থাকলে চিতাবাঘ, হাতি, হরিণ স্বয়ং নিজের চোখে দেখতে পারবেন।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে স্ত্রীর সাথে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে -

ডিমনা লেকের পাশে গিয়ে সূর্যাস্তের সময়ে প্রিয়জনের হাত ধরে দাঁড়াবেন। শীতেকালের মরসুমে নানা জায়গা থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় করে এখানে। জয়দা মন্দির, সাইবাবার মন্দির, চান্ডিল বাঁধ ঘুরে দেখতে পারবেন। এখানে দিন তিনেক থাকতে পারবেন আর তারপর মধুচন্দ্রিমার এই সুন্দর মুহূর্ত স্মৃতিতে ভরে নিয়ে বাড়ি ফিরে আসবেন।