আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন কলকাতার কাছের এই পাহাড় থেকে

পশ্চিমবঙ্গে পাহাড় বলতেই দার্জিলিংয়ের কথা সবার মনে পরে। কিন্তু পুরুলিয়াতে থাকা ‘অযোধ্যা পাহাড়ের’ নাম আমরা তেমন শুনি না। পুরুলিয়া এমন একটি জায়গা যেটি কলকাতা থেকে খুব সহজেই পৌঁছানো যায় মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করবো।
হাওড়া কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরে পুরুলিয়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে একটি টোটো ভাড়া করে আসতে হবে পুরুলিয়া বাস স্ট্যান্ড। তারপরে গাড়ি বুক কিংবা শেয়ার করে চলে যাবেন অযোধ্যা পাহাড়। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় ৪০ কিমি মতো। আগে থেকে হোটেল বুক করে রাখলে বেশ সুবিধা হবে নাহলে কিন্তু মনের মতো হোটেল পেতে বেশ পরিশ্রম করতে হবে।
গোরগাবুরু হলো অযোধ্যা পাহাড়ের সবথেকে উঁচু শৃঙ্গ সেটা দেখতেই সবাই ভিড় জমান। বাঘমুন্ডি গ্রামের নাম শুনেছেন নিশ্চয়ই, বিখ্যাত এই গ্রাম পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে। প্রথম দিন বিকালে কিন্তু আপনি সিতা কুন্ড, রাম মন্দির, কালী পাহাড়, ভারত সেবাশ্রম সংস্থা, রামকৃষ্ণ মিশন দেখতে পারেন। তবে ময়ূর পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখতে ভুলবেন না কোনোমতেই।
গাড়ি নিয়ে পরের দিন লোয়ার ড্যাম-আপার ড্যাম, চড়িদা গ্রাম, মার্বেল লেক, বাঁমনি ফলস ঘুরে দেখতে পারেন। দুদিন সেখানে রাত কাটাতে চাইলে সবমিলিয়ে মাথা পিছু ৩০০০ টাকা মতো খরচ হবে। তাহলে আর কি সপ্তাহান্তের ছুটি উপভোগ করতে সঙ্গীকে নিয়ে আজই বেরিয়ে পরুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দর্শন করার উদ্দেশ্য।