এক টিকিটেই হবে ২১ টি স্থান ভ্রমণ! ঘুরে আসুন কলকাতার এই এই জায়গা থেকে

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনেক ঘুরে দেখার জায়গা আছে। শীতের মরশুমে অনেকেই বাচ্চাদের নিয়ে এই জায়গায় ঘুরতে যান। এই কথা মাথায় রেখে নতুন স্কিম এনেছে রাজ্যের পর্যটন দপ্তর। রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় নতুন বছর শুরুর মুখে ‘এক শহর এক টিকিট’- স্কিমের মাধ্যমে কলকাতা ঘুরে দেখা আরও সহজ করে দিলেন।
কলকাতার ২১ টি দর্শনীয় স্থান ঘুরে দেখার একটা প্যাকেজ বলা যেতে পারে একে। ১৫ ই ডিসেম্বর এটা চালু হবে। এর মাধ্যমে অনলাইনে টিকিট বা পাস কেটে বারবার বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে পারবেন মানুষ।
কিউআর কোড ভিত্তিক এই সিটি পাস রাজ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রত্যেকটা পাসের দাম ৪৯৫ টাকা। এই পাসের সাহায্যে ৭ দিনের মধ্যে ঘুরে দেখা যাবে ২১ জায়গা। বিভিন্ন জায়গায় ঢোকার টিকিটে ছাড় পাওয়া যাবে। কেউ চাইলে ২১টির কম জায়গাও ঘুরতে পারেন। টিকিট কাটলে একটি কিউআর কোড মোবাইলে পাঠানো হবে।
প্রাথমিকভাবে এই টিকিট কাটলে একসঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, নেতাজি ভবন, নেহরু চিলড্রেন মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, সায়েন্স সিটি, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, আলিপুর মিউজিয়াম, কলকাতা পোর্ট ম্যারিটাইম মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম, ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কলকাতা পুলিশ মিউজিয়াম সহ আরও কিছু জায়গা ঘোরা যাবে।
এই স্কিম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কতটা জনপ্রিয় হয় তা দেখার পর ভবিষ্যতে কলকাতা চিড়িয়াখানা সহ আরও কিছু জায়গাকে এর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।