Offbeat

ইন্টারভিউ প্রশ্ন: দেওয়ালে একটা ডিম ছুঁড়ে মারলেন কিন্তু ফাটলো না, কিভাবে?

Advertisement
Advertisements

Interview Questions: চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও চাকরি হাত ছাড়া হয়ে গেছে। সামান্য দুটি প্রশ্নের জন্য নিজের স্বপ্ন থেকে অনেকটা দূরে চলে আসেন প্রচুর মানুষ। কিন্তু ঘরে বসেই যদি আপনি সবার থেকে এক কদম এগিয়ে থাকেন তাহলে ক্ষতি কি। তাহলে চলুন আজকে এই প্রতিবেদনে এমনই চাকরির ইন্টারভিউর সেরা ১০ টি মজাদার প্রশ্ন ও তার মজাদার উত্তর নিয়ে হাজির হয়েছি।

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক যুবক। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব-

১) প্রশ্ন :  কল্পনা করো তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় দাঁড়িয়ে আছো। এমন সময় ভীষণ আগুন লেগে গেল। তুমি কী করবে?

উত্তর – কিছুই না শুধু কল্পনা করা বন্ধ করে দেবো।

২) প্রশ্ন : আপনার বাড়ির দেওয়ালে একটি ডিম ছুঁড়ে মারলেন কিন্তু ফাটলো না। এটা কীভাবে সম্ভব?

উত্তর : দেওয়ালে ডিম ছুড়লে কোনোদিন ফাটবে না। কারণ দেওয়াল খুবই শক্ত হয়।

৩) প্রশ্ন : মাত্র একটি হাতের সাহায্যে আপনি একটি হাতিকে কিভাবে ওপরে তুলবেন?

উত্তর : কোনোদিন এক হাতে হাতিকে ওপরে তোলা সম্ভব হবে না।

৪) প্রশ্ন : আপনি ব্রেকফাস্টে কোন জিনিসটি কোনোদিন খেতে পারবেন না  জানেন?

উত্তর : রাতের খাবার বা ডিনার কোনোদিন ব্রেকফাস্টে খেতে পারবোনা।

৫) প্রশ্ন : আপনি আট দিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকতে পারবেন?

উত্তর : খুব সহজ এর উত্তর। কারণ আমি প্রতিদিন রাতে ঘুমাই।

৬) প্রশ্ন : সাগরের জলের রং নীল, কিন্তু আপনি সেখানে একটা লাল পাথর ছুড়লেন, এর ফলে কি হবে?

উত্তর : কিছুই হবে না। প্রতিবারের মতো এবারও পাথরটি জলে ডুবে যাবে।

৭) প্রশ্ন :  জানেন কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?

উত্তর : যে অর্ধেক আপেলটি বেঁচে আছে একমাত্র ওটাই অর্ধেক আপেলের মতো দেখতে হবে।

৮) প্রশ্ন :  ১০ ঘন্টা সময় নিয়ে ৮ জন মানুষ একটি দেওয়াল বানিয়েছেন। তাহলে চারজন মানুষের দেওয়াল বানাতে কত সময় লাগবে?

উত্তর : এর উত্তরে বলবেন দেওয়াল আগেই তৈরী হয়ে গেছে ফলে কিন্তু কোনোরকম সময় লাগবে না।

৯) প্রশ্ন : ধরুন একটি হাতে আছে তিনটি আপেল, চারটি কমলা আর ওপর আরেকটি হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে, তাহলে আপনি কি পেলেন?

উত্তর : মস্ত বড় হাত।

১০) প্রশ্ন : প্রশ্ন করার আগে বলা হলো ১ টি কঠিন বা ১০ টি সহজ প্রশ্নের মধ্যে যেকোনো একটা বেছে নিতে। যুবক কঠিন প্রশ্ন বেছে নিল। তারপরে জিজ্ঞেস করা হলো দিন আগে না রাত আগে?

উত্তর : যুবক বললো দিন আগে। কারণ জিজ্ঞাসা করায় যুবক বললো একটিই কঠিন প্রশ্ন করা হবে বলেছিলেন।

এরপরেই যুবকের চাকরি পাকা হয়ে গেল।