Offbeat

অবাক কাণ্ড! ৭২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, পেলেন সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি

Advertisement
Advertisements

মাতৃত্বের স্বাদ পেতে কোন নারীই চায় না বলুন তো? প্রত্যেক মেয়ের জীবনে মা হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। নিজের মধ্যে ধীরে ধীরে ছোট্ট একটি প্রাণকে বড় করে তোলার কি তৃপ্তি তা একমাত্র নারীরাই উপলব্ধি করে থাকেন। নিজের সন্তানের মধ্যে দিয়েই একজন মা তাঁর অস্তিত্বকে টিকিয়ে রাখে। সম্প্রতি এবার ৭২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন এক বৃদ্ধা। যাকে কিনা বিশ্বের সবচেয়ে ‛বয়স্ক মা’ (World Oldest Mother) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অবাক কাণ্ড! ৭২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, পেলেন সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি

আমরা সকলেই জানি যে, একজন মহিলার প্রেগন্যান্সির বয়স ৫০ বছর পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু খুব কম মহিলা আছেন যারা কিনা ৪০ বছরের পর মা হতে পারেন। কিন্তু হরিয়ানার এক বৃদ্ধা যার বয়স কিনা ৭২ বছর। সে এবার জন্ম দিলেন একটি পুত্র (Son) সন্তানের। ওই বৃদ্ধার নাম দলজিন্দর কউর (Daljinder Kaur)। প্রায় কয়েক শতক ধরে তারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন। এরপর অবশেষে IVF পদ্ধতিতে গত ১৭ এপ্রিল তারা জন্ম দিলেন পুত্র সন্তানের।

অবাক কাণ্ড! ৭২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, পেলেন সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি

৪৬ বছর ধরে ওই দম্পতি সন্তান নেওয়ার চেষ্টা করছেন। অবশেষে তারা চিকিৎসার সাহায্য নেন। গত ১৭ এপ্রিল তারা জন্ম দেন ওই সন্তানের। তবে, এই পদ্ধতির খরচ অনেক। যা তারা বহন করতে অক্ষম ছিলেন। কিন্তু তারপরেও তারা এই পদক্ষেপটি নেন। দলজিন্দর (Daljinder Kaur) বলেছেন যে, আমরা যখন এই বিজ্ঞাপনটি দেখেছিলাম তখনই আমরা ভেবেছিলাম আমাদের এটির চেষ্টা করা উচিত। কারণ আমরা সন্তানের জন্য অপেক্ষা করছিলাম। হরিয়ানার একটি ফার্টিলিটি ক্লিনিকে আরমানের জন্ম হয়।

অবাক কাণ্ড! ৭২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা, পেলেন সবচেয়ে বয়স্ক মায়ের স্বীকৃতি

ওই বাচ্চার ওজন ৩.৯ পাউন্ড। তবে, এই শিশু জন্মের পর দলজিন্দরয়ের (Daljinder Kaur) স্বাস্থ্যের অবনতি হয়। যেহেতু তার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে সেই কারণে তিনি সহজেই ক্লান্ত হয়ে পড়েন। ৭২ বছর বয়সে এমন বাচ্চা হওয়ার ঘটনা সত্যিই বিরল।