Offbeat

চোখের পরীক্ষা: এই ছবিটার মধ্যে লুকিয়ে আছে তিন অঙ্কের একটি সংখ্যা, ৯৫% সঠিক উত্তর দিতে ব্যর্থ!

Optical Illusion: আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়। তেমনই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমন কিছু কিছু ছবি ভাইরাল (Viral) হয় যা সাধারণ চোখে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে আপনি ছবির ভিতরে থাকা রহস্য ভেদ করতে পারবেন।

তবে, এগুলিকে কি বলা হয় তা জানেন কি? আসলে এই ধরণের ছবি গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে। যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কিন্তু কি এই ছবিটি তাই ভাবছেন নিশ্চই? লাল রঙের সিকোয়েন্সের ওই ছবিটির মধ্যে একটি তিন অক্ষরের সংখ্যা লেখা আছে।

আর সেই সংখ্যাটি কি লেখা আছে সেটাই আপনাকে বের করতে হবে। ইতিমধ্যেই বহু মানুষ ছবিটি দেখে ফেলেছেন। তারমধ্যে কেউ বলেছেন ছবিটির মধ্যে ‛572′ লেখা। আবার কেউ বলেছেন ‛573′ লেখা। আবার কেউ বলেছেন ‛285′ লেখা। কিন্তু আসল উত্তরটি কি সেটা জানেন কি? চলুন তবে সেটাই এবার জেনে নেওয়া যাক। সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া এই ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো হইচই পরে গিয়েছে।

আসলে সঠিক উত্তর হল ওই লাল রঙের স্কোয়ারটির মধ্যে ‛571′ লেখা। তাহলে আপনি এবার মিলিয়ে নিন। আসলে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) একটি মজার গেমের পাশাপাশি আইকিউ পরীক্ষা নেওয়ার ও আইকিউ স্তর জানার ভালো একটি উপায়।