×
Offbeat

5 Mistakes: এই ছবির মধ্যে আছে ৫ টি বড় ভুল, কেবল ১% মানুষরাই পারবে উত্তর দিতে

মানুষ মাত্রই যে ভুল হবে এমন কথা আমরা আগেও শুনেছি। তবে মানুষই কিন্তু আবার ভুল হলে শুধরে নেয় কিংবা অন্য ভুল দেখলে ঠিক করে দিতে চায়। আপনিও নিশ্চয়ই এই ফটোতে থাকা ভুল গুলি দেখতে পাচ্ছেন। আসলে অপটিক্যাল ইলিউশন এখন মানুষের পছন্দের একটি বিষয়। সময় কাটানোর জন্য নেটিজেনরা সবথেকে বেশি পছন্দ করে থাকেন এই খেলা।

আজকের প্রতিবেদনের ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ঘরের মধ্যে তিনজন লোক গল্প করছে। একটি হ্যারিকেন ঘরের মেঝেতে তিনজনের মাঝখানে রাখা আছে। কিন্তু এই ছবিগুলির মধ্যে পাঁচটি ভুল রয়েছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। চিন্তা নেই কিছু সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য।

5 Mistakes: এই ছবির মধ্যে আছে ৫ টি বড় ভুল, কেবল ১% মানুষরাই পারবে উত্তর দিতে -

তবে জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনার কাছে ১০ সেকেন্ড আছে সঠিক উত্তর দেওয়ার জন্য। ইতি মধ্যেই সময় কিন্তু শুরু হয়ে গেল। কিন্তু মনে হচ্ছে আপনি উত্তর দিতে পারবেন না তাই তো? চিন্তা নেই এই পাঁচটি ভুল আমরাই আপনাদের বলে দিচ্ছি –

১) জানলার বাইরে দিয়ে সূর্য দেখা যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে এটি দিনের বেলা কিন্তু ঘরে হ্যারিকেন জ্বলছে তাই এটি প্রথম ভুল।

২) ফটোর ডানদিকে বসে থাকা মানুষটির একটি পা বাঁকা ও তুলনামূলক অন্য পায়ের থেকে বড়ো।

৩) বৃদ্ধ মানুষটি ফটোর বাঁ দিকে একা একটি যে চেয়ারে বসে আছে তার পিছনের একটি পায়া নেই।

৪) ঘড়ির ১০ সংখ্যা নেই, ১১ সংখ্যাটি পরপর দুবার রয়েছে।

৫) ঘড়িতে কেবল একটিই কাঁটা রয়েছে।

5 Mistakes: এই ছবির মধ্যে আছে ৫ টি বড় ভুল, কেবল ১% মানুষরাই পারবে উত্তর দিতে -

ছবির এই পাঁচটি ভুলের উত্তর ফটোর মধ্যে নির্দিষ্ট মার্ক করে দেওয়া হলো আপনাদের জন্য। পরের বার আবারো এমন দুর্দান্ত ধাঁধা নিয়ে হাজির হবো আপনাদের জন্য।