চোখের ধাঁধা: বাচ্চারা হারিয়ে ফেলেছে তাদের খেলার বল, ১০ সেকেন্ডে খুঁজে দিলেই আপনি জিনিয়াস

Optical Illusion: একটি ছবি দেখিয়ে আপনাকে কোনো জিনিস বা বস্তু খুঁজে বের করতে বললে আপনি পারবেন? আদতে এই ধরণের খেলা গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। যা আপনার বুদ্ধি ও দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। বিজ্ঞানের ভাষায় সাধারণ মানুষ নিজের সম্পূর্ণ বুদ্ধি কাজে লাগায় না। যে কারণে মাত্র .১% থেকেও কম মানুষ পৃথিবীতে হয়ে ওঠেন ‘বিজ্ঞানী’। আপনার মাথাতেও কি ঠিক বিজ্ঞানীর মতোই বুদ্ধি আছে। তাহলে ধাঁধা খেলার প্রশ্ন দেখে অনায়েসেই উত্তর দিতে পারবেন। নিজের বুদ্ধি পরিমাপ করার বেশ একটা সুন্দর মাধ্যম এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) গুলি। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে একটি ছবির মাধ্যমে লুকানো দুর্দান্ত ধাঁধা।
ছবিতে দেখা যাচ্ছে, একটি পার্কের চিত্র। পার্ক মানেই যে ছোট শিশুরা সেখানে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কেউ ছুটছে তো কেউ খেলায় ব্যস্ত। তবে এই খেলার মাঝেই তাদের বল হারিয়ে গেছে। সেই শিশুরা খুঁজে না পেলেও আপনি তাদের একটু সাহায্য করতে পারেন। কি আপনার সাহায্য করার মতো সময় আছে তো? বেশি সময় নয় বরং কয়েক সেকেন্ডের কাজ মাত্র। বাচ্চাদের খেলার বলটি খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনার কাছে।
এখনও পর্যন্ত ৫% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনাকে ১০ সেকেন্ড সময় দেওয়া হবে আর সেই সময় এখন থেকেই শুরু হলো। চেষ্টা করতে থাকুন। ধীরে ধীরে সময় কিন্তু এগিয়ে চলেছে।
অর্ধেক সময় শেষ হয়ে গেল।
কি পেয়েছেন উত্তর খুঁজে?
৫
৪
৩
২
১
ব্যাস শেষ হয়ে গেল আপনার সময়। এবার আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখুন। আগে ফটোটি ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। ফটোর একটু বাঁদিকে দেখুন। ভালো দৃষ্টি ও IQ থাকলে ৫ সেকেন্ডের মধ্যেই এই উত্তর দেওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো।