Offbeat

GK প্রশ্ন: বলুন তো, বিশ্বের সবচেয়ে উঁচু গাছ কোনটি? উত্তর দিতে ব্যার্থ ৯৯% মানুষ

General Knowledge Quiz: সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চাকরিপ্রার্থীদের সংখ্যা। আসলে বর্তমানে তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করেই চাকরির খোঁজ শুরু করে দিচ্ছেন। কেউবা খুঁজছেন সরকারি চাকরি তো কেউ আবার বেসরকারি। তবে চাকরি যাই হোক না কেন কমবেশি সকলকেই ইন্টারভিউ পর্বের মুখোমুখি হতে হয়।

বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞান। আসলে চাকরির ইন্টারভিউতে নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। সঠিক উত্তর জানা না থাকলেই বিপদ। তাই চাকরিপ্রার্থীদের যাতে কোনোভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সে কারণে নিত্যদিন নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই আমরা। আজও চলে এসেছি। তাহলে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক বেশ কিছু প্রশ্ন উত্তরে।

1) কোন খেলার সঙ্গে যুক্ত মনিকা বাত্রা?

  • উত্তর : টেনিস।

2) কত সালে আবিষ্কৃত হয়েছিল মেহেরগড় সভ্যতা?

  • উত্তর : 1974 সালে এই সভ্যতা আবিষ্কৃত হয়েছিল।

3) কোথায় অবস্থিত তিলপাড়া ব্যারেজ?

  • উত্তর : পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়।

4) কোন দেশে রয়েছে সবচেয়ে বেশি সিংহ?

  • উত্তর : ভারত।

5) মোট কয়টি দেশ নিয়ে গড়ে উঠেছে আফ্রিকা মহাদেশ?

  • উত্তর : 54 টি।

6) একটি গাছ দূষণ রুখতে পারে কতটা?

উত্তর : একটি গাছ প্রতি বছর প্রায় 20 কেজি ধুলো এবং 20 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতি বছর একটি গাছ 700 কেজি অক্সিজেন নির্গত করে।

7) কোন রাজ্যে অবস্থিত নাগিন হ্রদ?

  • উত্তর: শ্রীনগরে।

8) কবে নির্মিত হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়া?

  • উত্তর : 1924 সালে।

9) বিশ্বের সবচেয়ে উঁচু গাছটির নাম কী?

  • উত্তর : বিশ্বের সবচেয়ে উঁচু গাছ হল হাইপারসন। এটি রেডউড ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়ায় রয়েছে।