
ছোট শিশুদের পাঁচ বছর বয়স থেকেই মাথার বুদ্ধি বাড়তে থাকে। তাই সেই সময় যদি আপনি দৃষ্টি শক্তি ও বুদ্ধি বাড়ানোর খেলা খেলান তাহলে চিন্তা নেই। অনায়েসেই আপনার শিশু হয়ে উঠবে বুদ্ধিমান। বিশেষজ্ঞরা বলেন আপনি যখন বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন তখনই আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। তা আপনিও নিশ্চয়ই এতটাই স্মার্ট হতে চাইছেন? তাহলে করবেন নাকি একটি কঠিন ধাঁধার খুব সহজ সমাধান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে। আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির R বর্ণ ও একটি আগুনের ইমোজি। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন। এই সংকেত থেকে আপনাকে সেই ছেলেটির নাম কি হবে তা খুঁজে বের করতে হবে। আপনার আগে হাজার হাজার মানুষ এর চেষ্টা করেছিল। কিন্তু শুধুমাত্র ১% মানুষ সফল হয়েছেন।
আপনার জন্য ১০ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। উত্তর খুঁজতে শুরু করে দিন সময় চলছে। কি খুঁজে পাচ্ছেন না উত্তর। বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনের শেষে সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি।
ফটোতে ইংরেজিতে R অক্ষর আছে। যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। নিচেই আছে এই আগুন যাকে আমরা ‘HEAT’ বলতে পারি। দুটি জিনিস এক করলে তাহলে ছেলেটির নাম হচ্ছে R +Heat = Rohit। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে জিনিয়াস।