Offbeat

বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস!

Advertisement
Advertisements

Brain Teaser: দুটি ফটো যুক্ত করে একটি শব্দ তৈরী করার ধাঁধা খেলেছেন? আজকাল সোশ্যাল মিডিয়াতে (Social Medial) তো এই ধরণের খেলা সর্বদা ছেয়ে আছে। সারাদিন কাজের পরে এক ঘেঁয়েমি দূর করতে এই ধরণের খেলা অবশ্যই খেলা উচিত। তবে আজ আপনাদের এক নয় বরং তিন তিনটি খেলা একসাথে নিয়ে হাজির হয়েছি। যেখানে ফটোতে দেওয়া সংকেত থেকে আপনাকে সঠিক উত্তরটি তৈরী করতে হবে।

বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস!

প্রথম ছবিতে দেখুন, এক গ্লাস জল ও এক যুগলের মিলনের চিত্র ফুটে উঠেছে। আপনাকে এই দুটি ফটোর মধ্যে থেকে শব্দ তৈরী করে একটি ফলের নাম বলতে হবে।

বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস!

দ্বিতীয় ছবিতে দেখুন, একজন ফুটবলারকে বলের উপর জোরে পা চালাতে দেখা যাচ্ছে। ফটোর থেকে আপনাকে বলতে হবে একটি সিনেমার নাম।

বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস!

তৃতীয় ফটোতে, একটি ইঁদুর + কান = একটি মেয়ের ছবি দেওয়া আছে। আপনাকে সেই মেয়েটির কি নাম হতে পারে সেটা বলতে হবে।

আপনাদের দেওয়া ১০ সেকেন্ড সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যদি উত্তর পেয়ে থাকেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন। আপনি যদি নিজেকে বুদ্ধিমান বলে দাবি করেন তাহলে এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবেন।

প্রথম প্রশ্নে, এক গ্লাস জল + এক যুগলের চিত্র আছে অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হবে Watermelon। জলকে ইংরেজিতে Water বলা হয় ও ভালোবাসাকে  মিলনকে বলা হয়।

দ্বিতীয় প্রশ্নে ফুটবলার যেভাবে বলটিকে লাথি মারছিলেন সেখানে থেকে যে সিনেমার নাম আসবে তা হলো কিক বা Kick।

বুদ্ধির খেলা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? ১০ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস!

তৃতীয় ফটোতে, ইঁদুর + কান = একটি মেয়ের চিত্র আছে, তো সেই মেয়েটির নাম হবে ‘মুসকান বা Muskan।

আপনি কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা প্রতিবেদনের শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।