ছবির ধাঁধা: বলুন তো এই তিনটি জিনিস মিলিয়ে ফলটির নাম কী হবে, ৯০% মানুষ উত্তর দিতে ব্যর্থ!

ছোট শিশুদের মাথার বুদ্ধি বাড়ানোর জন্য বিশেষ খেলায় সামিল করানো হয়। অবশ্যই আপনি চাইবেন আপনার শিশু হয়ে উঠুক সবথেকে বুদ্ধিমান (Intelligent)। কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন তখনই আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন। তা আপনিও নিশ্চয়ই এতটাই স্মার্ট হতে চাইছেন? তাহলে করবেন নাকি একটি সাধারণ ধাঁধার অসাধারণ সমাধান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) এই ছবিতে দেখা যাচ্ছে তিনটি সংকেত। প্রথমে লেখা আছে ইংরেজিতে ‘O’। তারপাশে একটি ছেলে দৌড়াচ্ছে। আর সবশেষে দেওয়া আছে ইংরেজি অক্ষরে G। এই তিনটি জিনিসের মাঝেই আছে যোগ চিহ্ন। এই সংকেত থেকে আপনাকে একটি ফলের নাম (Fruit Name) খুঁজে বের করতে হবে। আপনার আগে যদিও প্রচুর মানুষ এর চেষ্টা করেছিল। তবে শুধুমাত্র ৫% মানুষ সফল হয়েছেন।
আপনার জন্য ৮ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। উত্তর খুঁজতে শুরু করে দিন। আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টি ও উচ্চ বুদ্ধি থাকলেই সম্ভব এই প্রশ্নের উত্তর দেওয়া। কি খুঁজে পাচ্ছেন না উত্তর। বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনের শেষে সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি।
ফটোতে ইংরেজিতে O অক্ষর আছে। যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। পাশেই আছে একটি যুবকের দৌড়ানোর চিত্র। তারপরে আবার আছে ইংরেজিতে G। তাহলে হচ্ছে O+ দৌড়ানো মানে RAN + G। তিনটি জিনিস এক করলে তাহলে ফলের নাম হচ্ছে O+RAN+G= ORANGE। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। খুব সহজ এই প্রশ্নের উত্তর যারা সঠিক দিয়েছেন তাদের বলতেই হবে জিনিয়াস। তবে যারা পারলেন চেষ্টা চালিয়ে যাবেন।