Offbeat

বিয়ে কাকে বলে? পড়ুয়ার উত্তর দেখে চক্ষু চড়কগাছ শিক্ষকের

Advertisement

‘বিয়ে কি?’ একটি সহজ প্রশ্ন অথচ গাদা গাদা বিতর্ক। বিয়ের পক্ষে কিংবা বিপক্ষে বলার মতো শ’খানেক মানুষ জড়ো হয়ে যায় মিনিটেই। কারোর কাছে থাকে শাদি মানে সেই দিল্লির লাড্ডু। আবার কোনো যুগলের কাছে এক ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু তৃতীয় শ্রেণীতে পাঠরত একটি ছোট ছেলের কাছে বিয়ে মানে কি? নিশ্চয়ই ভাবছেন এই বাচ্চা ছেলেটি বিয়ে মানে বোঝেটাই বা কি। খেলার বয়সে বিয়ে কিংবা পৃথিবীর অন্যান্য নিয়ম গুলি তেমনভাবে বোঝে না কেউই।

তবে কার্যত সবাইকে ভুল প্রমাণিত করে সব উত্তরকে হার মানিয়ে দিয়েছে তৃতীয় শ্রেণীর সেই ছাত্র। পড়ুয়া (Student) বিয়ে নিয়ে যা উত্তর দিলো তা অবাক করবে আপনাকে। এক পরীক্ষায় তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে কি (What is marriage)? যার প্রশ্নের মান ছিলো ১০ নম্বর। এই প্রশ্নের উত্তরে তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী যা লিখেছে দেখলে হাসতে বাধ্য আপনি। সেই ভাইরাল ফটোতে দেখা যাচ্ছে সে লিখেছে, “যখন কোনো মেয়েকে তাঁর মা-বাবা ভাবে বড়ো হয়ে গেছে, আর খাওয়াতে পারবে না ভাবে তখন বিয়ের ব্যবস্থা করে।’

এখানেই শেষ নয় সে আরও লেখে, ‘এমন মানুষকে খুঁজতে হবে যে তাকে খাওয়াতে পারবে, ঠিক তখনই বিয়ে হয়। ঠিক সেই সময়ে মেয়েটির জন্য দেখা হয় একটি ছেলেকে। তার বাবা-মা’ও বিয়ের জন্য ছেলেটিকে চাপ দিতে থাকে। এই অবস্থায় মেয়েটির বাবা-মা’ও তাঁকে বকাঝকা করতে থাকে এবং বিয়ের জন্য চাপ দিয়ে বলতে থাকে। তাঁকে বোঝায় বড়ো হয়ে গেছো বিয়ে করতেই হবে। তখনই সেই দুজনের বিয়ে হয়। দুইজনেই একে অপরকে বিভিন্ন পরীক্ষা করে। পরে যদিও একসাথে থাকতে রাজি হয়। এরপরে তাঁরা সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন উল্টোপাল্টা কাজ করতে থাকে”। এই উত্তরপত্র দেখে কার্যত হাসতে হাসতে পেটে খিল ধরেছে সকলের।

প্রশ্নের মান ১০ থাকলেও শিক্ষক তাকে বড়ো একটি 0 দেন এবং ‘ননসেন্স’ (Nonsense) ও ‘সি মি’ (See me) লিখে দেন। তৃতীয় শ্রেণীর পড়ুয়াকে এই ধরণের প্রশ্ন কেন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টি ফটোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সোশ্যাল সাইন্স (Social Science) ছিল। তবে এই ভাইরাল ফটো দেখে আপনার কি মতামত নিচে অতি অবশ্যই জানাতে ভুলবেন না।