Offbeat

দুটি ছবির মধ্যে ৫ টি পার্থক্য আছে, রইলো ২৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

Advertisement

দুটি ফটোর মধ্যে লুকিয়ে থাকা পার্থক্য খুঁজে বের করার খেলা কেমন লাগে আপনার? এই ধরণের খেলার ফলে আপনার দৃষ্টি শক্তি খুব ভালো হয়। যে কারণে অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্য ধাঁধার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন। তাই আবারো আপনাদের জন্য দুর্দান্ত একটি ফটোর মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনে।

ফটোতে দেখুন গাছের ডালে একটি লাল রঙের পাখি ও তার সামনে দেখা যাচ্ছে একটি পোকা। পাশাপাশি দুটি একই ধরণের ফটো সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও মোট পাঁচটি পার্থক্য আছে যা চোখে পড়ার মতো। আপনাকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে হবে। চেষ্টা করুন ও ভালো করে দেখুন ফটোটি। আপনাকে ২৭ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করার জন্য।

মাত্র ১% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্ন সম্পূর্ণ ভুল। তবে আমরা বলছি এই সহজ প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব। ধীরে ধীরে ধীরে আপনার সময় কিন্তু শেষ হয়ে আসছে। দুটি ফটো ভালো করে দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন। কি আপনিও পারলেন না তাহলে উত্তর দিতে? নিচে আপনাদের জন্য উত্তর দেওয়া হলো।

১) প্রথম ফটোতে পাখির তিনটি পা কিন্তু দ্বিতীয় ফটোতে দুটি পা আছে।

২) প্রথম ফটোতে পোকাটির মুখ পাখির উল্টো দিকে তবে দ্বিতীয় ফটোতে সাপটির মুখ পাখির দিকে।

৩) পাখির তিনটি লাল রঙের পাখনা দেখা যাচ্ছে তবে দ্বিতীয় ফটোতে লালের বদলে একটা পাখনা হয়ে উঠেছে নীল।

৪) গাছের মধ্যে একটি গর্ত আছে যেটা দ্বিতীয় ফটোতে উধাও হয়ে গেছে।

৫) গাছের মধ্যে হলুদ রঙের তিনটি পাতা দেখা যাচ্ছে সেটা কিন্তু দ্বিতীয় ফটোতে অনায়েসেই উধাও হয়ে গেছে।

দুটি ছবির মধ্যে ৫ টি পার্থক্য আছে, রইলো ২৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে প্রতিটি পার্থক্য নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হলো। আদতে খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল আপনার। তবে যারা উত্তর অবিলম্বে দিতে পেরেছেন তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই ধরণের সুন্দর প্রতিবেদনের মাধ্যমে আরও এই ধাঁধা খেলা নিয়ে হাজির হবো আপনাদের মধ্যে।