চোখের ধাঁধা: ছবি দুটির মধ্যে রয়েছে ৫টি পার্থক্য! রইল ১২ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

দুটি ফটো সম্পূর্ণ একইরকম দেখতে কিন্তু ফটোর মধ্যে আছে বেশ কিছু বিশেষ পার্থক্য। এখনকার এই ধরণের খেলা আমরা ছোট থেকেই খেলেছি। অবসর সময়ে নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্য ধাঁধার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন। তাই আপনাদের জন্য এই প্রতিবেদনে দুর্দান্ত একটি ফটোর মাধ্যমে ধাঁধা নিয়ে হাজির হয়েছি।
ফটোতে দেখা যাচ্ছে দুটি মুরগি আপন মনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। সুন্দর আকাশ ও পরিবেশ মিশ্রিত দুর্দান্ত একটি ফটো কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে। পাশের ফটোটি ও কার্যত একই রকম দেখতে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও দুটি ফটোতে মোট পাঁচটি পার্থক্য লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন। আপনাকে মাত্র ১২ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করার জন্য।
অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অনেকেই আবার বলেছেন এই প্রশ্নে নাকি এত গুলি পার্থক্য নেই। তবে আপনার সময় এবার শুরু হচ্ছে তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সময় কিন্তু এগিয়ে চলেছে…
কি তাহলে আপনিও পারলেন না প্রশ্নের উত্তর দিতে?
নিচে তাহলে পার্থক্য গুলি আলোচনা করা হলো –
১) প্রথম ফটোতে সবুজ গাছ দেখা গেলেও দ্বিতীয় ফটোতে সেটা দেখা যাচ্ছে না।
২) প্রথম ফটোতে মুরগির ডানা দেখা গেলেও দ্বিতীয় ফটোতে নেই।
৩) প্রথম ফটোতে একটা ডিম দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয় ফটোতে সেটা আর নেই।
৪) প্রথম ফটোর ডানদিকে আকাশে মেঘ ভেসে যেতে দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয় ফটোতে সেটা নেই।
৫) প্রথম ফটোর বড়ো মুরগির উপরে একটা লাল পালক দেখা গেলেও দ্বিতীয় ফটোর মুরগির উপরে সেটা নেই।
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। পরের বার এমন ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন এমনটা আসা করাই যায় তবে যারা উত্তর অবিলম্বে দিতে পেরেছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন।