
প্রকৃতির রূপ ও রস ভাষায় প্রকাশ করা যায় না। বিস্মিত করা সেসব জিনিস হামেশাই আমাদের সামনে আসে। গাছের (Tree) কথা যত বলা হবে ততই কম। কারণ গাছের মধ্যে দিয়েই আমাদের দেশ কিংবা মহাদেশ চিহ্নিত করা হয়। উত্তর কিংবা দক্ষিণ গোলার্ধ বিবেচনা করা হয়। পৃথিবীর দুটি গোলার্ধের সাথে সাদৃশ্যপূর্ণ গাছগুলি প্রকৃতির সৌন্দর্য এবং জটিলতার প্রমাণ। প্রকৃতির এই বিস্ময়গুলির প্রশংসা করা ও রক্ষা করা আমাদের কর্তব্য।
বিস্ময়কর গাছ গুলির মধ্যে সবথেকে অন্য ধরণের গাছ হলো বাওবাব গাছ। আফ্রিকায় সাভানা অঞ্চলে এবং বিশ্বের অন্যান্য অংশে পাওয়া যায় এই বিশেষ গাছ। বাওবাব গাছের কাণ্ড গুলির ব্যাস ৩০ মিটার পর্যন্ত হয়। শাখাগুলি গাছের শিকড়ের মতো ছড়িয়ে পড়ে চারপাশে। বাওবাব গাছটি তার কাণ্ডে জল সঞ্চয় করে রাখতে পারে। এই ক্ষমতার জন্য গাছটি শুষ্ক অঞ্চলে বেঁচে থাকতে পারে সহজেই।
দক্ষিণ আমেরিকায় টিপুয়ানা নামে একটি গাছ আছে। যার আকৃতি অনেকটা বাওবাব গাছের মতোই। এই গাছ দেখলে আমেরিকা মহাদেশের কথা জানা যায়। এই গাছের শাখাগুলি সব দিকে ছড়িয়ে আছে। টিপুয়ানা তার সুন্দর হলুদ ফুলের জন্যও পরিচিত যা বসন্ত কালে ফোটে। নিউজিল্যান্ডের কৌরি গাছ, ভারতের বটগাছ এবং দক্ষিণ আমেরিকার মাঙ্কি পাজল গাছ।
এই গাছগুলিও কার্যত সবার থেকে আলাদা। গাছ গুলির বিশেষ আকৃতির ফলে দেশ থেকে গোলার্ধতে ভাগ করা হয়। আপনাদের চোখেও এমন কোনো বিশেষ গাছ আছে? থাকলে কিন্তু আমাদের প্রতিবেদনের নিচে কমেন্ট করে জানাতে পারেন।