
পৃথিবীর সপ্তম আশ্চর্যের (Seven Wonders) নাম শুনেছেন তো। যদিও কিঞ্চিৎ মানুষেরই তা দেখার সৌভাগ্য হয়ে থাকে। সেসব বাদ দিলেও পৃথিবী জুড়ে আশ্চর্যের জিনিসের অভাব নেই। হামেশাই কোনো না কোনোভাবে সাধারণ মানুষ চমকেই যান।
এবারও কার্যত তেমনই কিছু অকল্পনীয় ফটো ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। কার্যত পরিবেশের এই ফটো গুলি দেখে সবাই কার্যত চমকে গেছে।
প্রাকৃতিক জগৎ বিস্ময়ে পরিপূর্ণ। সুউচ্চ পর্বত থেকে স্ফটিক-স্বচ্ছ হ্রদ, দেখার কোনো খামতি নেই। প্রকৃতির একটি লুকানো দিকও রয়েছে যা সমান আকর্ষণীয়। এটি অসামঞ্জস্যের জগত। অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা যা প্রাকৃতিক বিশ্বে ঘটে। বিস্তারিতভাবে এই ঘটনাগুলি ক্যাপচার করে, ফটোগ্রাফাররা আমাদের প্রকৃতির লুকানো সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করতে পারে।
সেই অত্যাচার্য ফটো গুলি নিয়েই আজ হাজির হয়েছি। কিছু ছবি এত সুন্দর যে সেগুলি প্রায় শিল্পকর্মের মতো দেখায়। দেখুন ফটোতে কার্যত সূর্য ডুবে যাওয়ার আগের মুহুর্ত তুলে ধরা হয়েছে। যেখানে নীল আকাশকে দেখা যাচ্ছে সম্পূর্ণ কমলা রঙে। আবার অন্য ফটোতে দেখা গেছে আকাশের এক অন্য রূপ।
যেখানে সূর্যের ছটার কারনে আকাশে সাত রকমের রং দেখা গেছে। হাতে আঁকা ছবির থেকে কিছু কম নয় সেই ফটো গুলি। এর আগেও নিশ্চয়ই প্রকৃতির ভিন্ন রূপ আপনারা দেখেছেন। কিন্তু আপনারা এই ফটো গুলি দেখলে সম্পূর্ণ বিস্মিত ও চক্ষু চড়কগাছ হয়ে উঠবে।