OffbeatVideoViral Video

পরনে টাইট জিন্স-টপ, ভরা বাজারে উদ্দাম নাচে তোলপাড় সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

নিজের প্রতিভা দেখাতে অনেক মানুষ যথেষ্ট ভয় পায়। ভয় না পেয়ে একবার যদি নিজের প্রতিভা সবার সামনে তুলে নিয়ে আসা যায় তাহলে তোহ আর কোনো কথাই নেই। সেরমই একটি মেয়ের ভিডিও ভাইরাল হলো ইনস্টাগ্রাম রীলসের(Instagram Reel) মাধ্যমে।

যেখানে দেখা যাচ্ছে একটি বাজারের মাঝে দাঁড়িয়ে মেয়েটি হিন্দি গানে দারুন নাচ করছেন নিজের মতো। লজ্জা ও ভয় সব পাশে রেখে সবাইকে নিজের প্রতিভা দেখাতেই চাইছেন তিনি। কুমার সানুর (Kumar Sanu) বিখ্যাত গান ‘মেরে কলেজ কি এক লাড়কি হেয়’ গানে নাচ করলেন মেয়েটি।

নীল রঙের জিন্স সাথে অফ হোয়াইট ও শ্যাওলা রঙের টপ, মুখে মাস্ক পরে দুর্দান্ত নাচলেন বলিউড স্টাইলে। গানের সাথে শরীর টিকে এত সুন্দর করে নাচালেন যা এক কোথায় দুর্দান্ত। বাজারের মধ্যে আসে পাশে সবাই তাকে বেশ অবাক ভাবেই দেখে চলেছিল।

ভিডিওটি ৬৫ লক্ষ মানুষ দেখেছেন। এখন থেকেই বোঝা যাচ্ছে মানুষ কতটা পছন্দ করেছে তাকে। এবং সব থেকে বেশি পছন্দ করেছে তার সাহসকে। এই ভিডিওটি ছাড়াও শপিং মলের ভিতরে, স্টেশনে ও ট্রেনের মধ্যে নাচ করে ভাইরাল(Viral) হয়েছেন তিনি।

Related Articles

Back to top button