Offbeat

তিনটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক! এই ‘Puzzle’ সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস!

তিনটি মাত্র দেশলাই কাঠি সরিয়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। দেশলাই কাঠির এই ধরণের খেলা গুলির বেশ কিছু বৈশিষ্ট আছে। ছোট থেকেই মা বাবা তাদের শিশুকে মস্তিস্ক বিকাশের বিভিন্ন খেলা খেলতে সাহায্য করে। যদিও খুব সহজ এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে হিমশিম খান বহু মানুষ। আসলে এই ধরণের ধাঁধা আপনি যদি উত্তর দিতে চান তাহলে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি ও খুব ভালো বুদ্ধি থাকা দরকার। যে কারণেই আজকের এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত ১% মানুষ মাত্র দিতে সক্ষম হয়েছে।

জানেন কি আছে সেই প্রশ্নে? ফটোতে দেখুন দেশলাই কাঠি ব্যবহার করে একটি সাধারণ অংক তৈরী করা হয়েছে।

ফটোতে দেখা যাচ্ছে,

4+9= 11

এই অংকটি দেওয়া আছে। যা দেখেই বোঝা যাচ্ছে ভুল। তবে আদতে কিন্তু এমনটা নয়। আপনাকে মাত্র তিনটি দেশলাই কাঠি সরিয়ে প্রশ্নটির সঠিক উত্তর দিতে হবে। আদতে খুবই সহজ কিন্তু এই প্রশ্নের উত্তর। জানেন কোন দেশলাই কাঠি সরাবেন? একটু ভালো করে দেখলেই আপনি এই প্রশ্নের সহজ উত্তর দিতে পারবেন। আপনার কাছে ১০ সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাই ভালো করে ভেবে তারপরে উত্তর দিন।

সময় এগিয়ে চলেছে তাই চেষ্টা করুন।

৩…২…১…

সময় শেষ হলো। এবার উত্তর দেখুন।

4+9=11 ছিল প্রশ্নে।

এবার দেখুন 9 থেকে ডান দিকের, নিচের ও লম্বার থেকে ৩ টি দেশলাই উঠিয়ে নিলে হয়ে যাচ্ছে 7। তাহলে,

4+7=11

উপরে দেওয়া ফটোটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন আপনারা। খুব সহজ অথচ বুদ্ধির এই খেলায় জিততে গেলে কতই না কষ্ট করতে হয়। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তারা এক একজন জিনিয়াস তা বলতে দ্বিধা নেই।