বুদ্ধির খেলা: সাংকেতিক চিহ্ন দেখে বলতে হবে একটি পশুর নাম, ১২ সেকেন্ডে উত্তর দিলে আপনি জিনিয়াস

সোশ্যাল মিডিয়ায় হামেশাই প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার ছবি। কখনো খুঁজে বের করতে হচ্ছে লুকিয়ে থাকা সংখ্যা কিংবা অক্ষর।কখনো আবার বুদ্ধি দিয়ে করতে হচ্ছে ধাঁধার সমাধান। তবে ধাঁধা যেমনই হোক না কেন এগুলি কিন্তু আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে ব্যাপক উপকারী। এমনকি ধাঁধা সমাধান করতে পারলেই বোঝা যায় একজন ব্যক্তির আইকিউ লেভেল ঠিক কতটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।
Today’s Brain Teaser
Humppy.com প্রত্যেক দিনের মতোই আজও আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ একটি ধাঁধার খেলা। প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুটি পশু। একটি ভেড়া এবং অন্যটি কুকুর। এই দুই সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আপনাদের বলতে হবে একটি পশুর নাম। 12 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই জিনিয়াস।
সময় শুরু হল এখন
12
11
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ভালো করে তাকিয়ে দেখুন প্রতিবেদনে দেওয়া ছবিটির দিকে। প্রথমেই দেখা যাচ্ছে একটি ভেড়া অর্থাৎ ইংরেজিতে Sheep। অন্যদিকে কুকুরের ইংরেজি Dog। এবার যদি এ দুটি শব্দকে আমরা মিলিয়ে দিই তাহলে হয়ে যাবে Sheepdog।
সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যারা উত্তর খুঁজে পেলেন না তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই নিত্য নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা।