বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারীনী ‘প্রকৃতি মাল্লা’, কম্পিউটারের ফন্টও হার মানবে এর কাছে

এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার যুগে কোনো কিছুই আর অজানা থাকে না মানুষের কাছে। দূর দুরান্তের সবকিছুই ভাইরাল হয় নেট মাধ্যমে। আর সেখানেই উঠে আসে বহু মানুষের বহু প্রতিভার সমাহার। কেউ ভালো নাচতে পারেন, কেউ গাইতে পারেন। কিন্তু সম্প্রতি নেট মাধ্যমে এমন একটি মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে যার হাতের লেখা দূর্দান্ত। আর তার এই হাতের লেখায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
বলা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারিণী এই মেয়েটি। নেপালের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রকৃতি মল্লা (Prakriti Malla) তার হাতের লেখা দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। তার হাতের লেখা এতটাই সুন্দর যে, মানুষজন এমএস ওয়ার্ডের ফ্রন্টের থেকেও লেখাটিকে বেশি সুন্দর বলেছেন। নেপালেরই এক জনৈক ব্যাক্তি মেয়েটির এই সুন্দর হাতের লেখার ভিডিও করেছেন।
শুধুমাত্র নেটিজেনরাই নয় মেয়েটির হাতের লেখার প্রশংসা করেছেন লিপি বিশেষজ্ঞরাও। তাঁদের বক্তব্য মেয়েটির প্রতিটি হাতের লেখার মধ্যে সমান দূরত্ব ও উচ্চতা রয়েছে। এমনকি অক্ষর গুলোও সমান। যা কম্পিউটারের ফ্রন্ট থেকে কোনো অংশে কম না। এত সুন্দর হাতের লেখার জন্য নেপালের সশস্ত্র বাহিনী মেয়েটিকে পুরস্কৃত করেছে। প্রকৃতি নামের এই মেয়েটি হাতের লেখা দিয়ে একটি সুন্দর নিদর্শন তুলে ধরেছে সবার জন্য।
হাতের লেখার কদর একমাত্র পরীক্ষার খাতায়ই পাওয়া যায়। এমনি এর জন্য বরাদ্দ থাকে নম্বরও। সম্প্রতি প্রকৃতি নামের এই মেয়েটির হাতের লেখার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।