Optical Illusion : এতগুলো ‘SING’ শব্দের মধ্যে আছে ১ টি ‘RING’ লেখা, খোঁজার জন্য রইলো ১২ সেকেন্ড সময়

Optical Illusion: দৃষ্টি শক্তির খেলায় সফল হয়েছেন আগে? ছোট বেলার সেই খেলা নয় বর্তমানের সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভাইরাল (Viral) হয়ে ওঠা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ধাঁধা খেলা গুলি জনপ্রিয় হয়ে উঠেছে। আজকে কিন্তু দুর্দান্ত একটি খেলা নিয়ে আপনাদের জন্য হাজিয়ে হয়েছি। যেখানে ইংরেজি শব্দের থেকে খুঁজে অন্য একটি শব্দ বের করতে হবে।
আজকের প্রশ্নতে যদি নজর দেন তাহলে দেখতে পাবেন ফটো জুড়ে শুধু লেখা আছে ‘SING’। আর এই ফটোর মধ্যেই অন্য একটি শব্দ অর্থাৎ ‘RING’ লেখা আছে। যদিও সেই শব্দটি ভুল করে মাত্র একটি বার ফটোতে লেখা হয়ে গেছে। কিন্তু সেই ভুল আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার কি তীক্ষ্ণ দৃষ্টি শক্তি আছে? যদি থাকে তাহলে আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।
Optical Illusion: If you have Eagle Eyes Find the Word Ring among Sing in 15 Secs
জানিয়ে রাখি, আপনাদের সঠিক উত্তর খুঁজে বের করার জন্য মাত্র ১২ সেকেন্ড সময় দেওয়া হবে। তাহলে আপনারা তৈরী তো এখন থেকে কিন্তু নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরছে তাই আপনারাও নিজেদের মস্তিষ্কের উপর জোর দিন ও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। কি উত্তর খুঁজে পেয়ে গেছেন? তাহলে আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন।
ফটোতে মোট ১৪টি সারি ও ১১টি স্তম্ভ দেখতে দেখা যাচ্ছে। তাঁর মধ্যে ১১ নম্বর সারির, ১০ নম্বর স্তম্ভে ‘SING’ শব্দের পরিবর্তে ‘RING’ শব্দটি লেখা আছে। উচ্চ দৃষ্টি শক্তি থাকলেই আপনারা এই ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন। বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট উত্তর মার্ক করে দেখিয়ে দেওয়া হলো। সঠিক উত্তর হয়ে থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের।