Offbeat

Optical Illusion : অনেকগুলি ‘Hole’-এর মাঝে লুকিয়ে আছে একটি ‘Holo’! ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

স্মার্ট ফোনের (Smart Phone) ব্যবহার করে প্রতিটি মানুষ স্মার্ট হবার দৌড়ে এগিয়ে চলেছে। আজকের কিন্তু বিশেষ ধাঁধা যা আপনাকে প্রমাণ করতে সাহায্য করবে কতটা স্মার্ট হয়েছেন আপনি। পুঁথিগত জ্ঞান নয় বরং আপনার দৃষ্টি শক্তির মাপার এই খেলায় দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যদি আপনার নিজের উপর আস্থা থাকে তাহলে অতি অবশ্যই আজকের খেলায় অংশগ্রহণ করতে পারবেন।

বিশেষ ধরণের এই ধাঁধা (Optical Illusion) যা বলাই যায় অড শব্দ খুঁজে বের করতে হবে। ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অনেকবার ‘HOLE‘ শব্দটি লেখা আছে। এই ফটোর মধ্যেই লুকিয়ে আছে একটি অন্য শব্দ যা হলো ‘HOLO‘। কার্যত ভুল করেই এই শব্দটি সেই ফটোতে কোনোভাবে এই ODD শব্দটি সেখানে ঢুকে গেছে। সেই অন্য শব্দটি খুঁজে বের করতে হবে আপনাকে।

এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি ও দৃষ্টি শক্তি মেপে নিতে পারবেন। উত্তর খুঁজে বের করার জন্য ১২ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ৯৫% মানুষ সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।

তাড়াতাড়ি উত্তর দিন।

সময় প্রায় শেষের পথে।

৫…৪…৩…২…১…

আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ১৩টি স্তম্ভ ও ১৫ টি সারি আছে। সেখানেই ৪ নম্বর স্তম্ভের, ১২ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘HOLE‘ শব্দের বদলে ‘HOLO‘ হয়ে গেছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো।