OffbeatOptical Illusions

Optical Illusion: এই ছবিতে লুকিয়ে আছে ১ টি মোমবাতি, 7 সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: ছবির মাঝে লুকিয়ে আছে একটি মোমবাতি! বলতে পারলেই আপনি জিনিয়াস

Optical Illusion:ছবির মাঝে লুকিয়ে আছে একটি মোমবাতি! বলতে পারলেই আজকের জিনিয়াস আপনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ বিষয়টি সবকিছুর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এই যেমন ধরুন ভালো রেজাল্ট করে দেখানোর চ্যালেঞ্জ, ভালো পারফর্ম করতে পারার চ্যালেঞ্জ সহ কত কি। আর তাইতো আমাদের প্রতিদিনের জীবনে আমরা কোনো না কোনো কথার ছলে কাউকে না কাউকে চ্যালেঞ্জ করে থাকি। আর সেই চ্যালেঞ্জ জিতে গেলে সে আনন্দ হয় তা ধরে রাখার মতো না।

আরও পড়ুনঃ Suzuki Burgman, TVS Jupiter-র বাজার শেষ করতে আসছে Honda Winner X, দেখে নিন দাম ও ফিচার্স

এখনকার যুগে দাঁড়িয়ে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল তেমনই একটি অনলাইন চ্যালেঞ্জ। আর যেটি কিনা বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ মজার একটি গেম। বলা চলে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এটি একটি শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয় বিভ্রমের মতো বিষয়। এই অপটিক্যাল ইলিউশন আসলে আপনার মস্তিষ্কের ভিতরে থাকা জিনিসগুলি উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে।

বলতে গেলে, একজন সাধারণ মস্তিষ্কে একজন মানুষ প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন উপলব্ধি পান। এমনকি সেই অনুযায়ী চিত্রকে ভিন্নভাবে দেখেন। আর তার দেওয়া সেই উত্তরই বলে দেয় তার ব্রেনের কার্যক্ষমতা ঠিক কতখানি। সহজ বাংলায় বলতে গেলে অপটিক্যাল ইলিউশনে (Optical Illusion) থাকা এই পাজেল একজন ব্যক্তিকে নিজে থেকেই কোনো সমস্যা সমাধান করতে পারার ক্ষমতাকে উন্নত করে।

যার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি কোনো একজন ব্যক্তির মনোযোগ ক্ষমতা ও পর্যবেক্ষণ ক্ষমতা ঠিক কতখানি তা বুঝতে পারবেন। তবে, আজকের এই অপটিক্যাল ইলিউশনে আপনাকে ছবির মধ্যে লুকিয়ে থাকা একটি মোমবাতিকে খুঁজে বের করতে হবে। তাও আবার ৭ সেকেন্ডের মধ্যে। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী।

তবে, এরই মাঝে আবার অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও ছবিটির বিষয়ে অনেক কিছুই বলতে পারেনি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে বুঝিয়ে দেব বিষয়টি। চলুন তবে দেখে নেওয়া যাক।

এখানে যে ছবিটি দেখা যাচ্ছে তারমধ্যে কাউকে স্লিপ চড়তে, কাউকে নিজের মতোন বল নিয়ে ব্যালেন্সিং করতে দেখা যাচ্ছে। তবে, এরই মাঝে প্রশ্ন হল মোমবাতিটি কোথায়? ছবিটিকে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে, পার্কটি যে বেড়া দিয়ে ঘেরা ঠিক তার ফাঁকেই দেখা যাচ্ছে মোমবাতি। মিলিয়ে দেখে নিন।