Offbeat

বুদ্ধির খেলা: এই গ্লাসগুলোর মধ্যে একটি গ্লাসে রয়েছে বিষ, ১৫ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

IQ Test: রহস্য ও রোমাঞ্চ সিনেমা-সিরিজে ভরে উঠেছে আমাদের চারপাশ। আগে ছিল ব্যোমকেশ থেকে ফেলুদা। তবে বর্তমানে সেসব বইয়ের পাতা থেকে বেরিয়ে চলে এসেছে সিনেমার পর্দায়। আমরা সেসব দেখলে আবার নিজেদের খানিক ‘ডিটেক্টিভ’ ভাবতে খুব একটা দেরি করি না। তবে গোয়েন্দা হয়ে ওঠার আগে কিন্তু আপনার ব্রেন হতে হবে খুব শার্প। সুক্ষ থেকে সুক্ষ জিনিস পর্যবেক্ষণ করার দরকার আছে।

আজকের ধাঁধার (Optical Illusion) প্রতিবেদনেও আপনাদের গোয়েন্দা হবার একটা সুযোগ কিন্তু আমরা নিয়ে এসেছি। ফটোতে দেখুন বিষ (Poison) পান করার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক ব্যক্তি ও এক মহিলা রেঁস্তোরাতে খেতে গেছেন। সেখানেই তারা পাঁচ গ্লাস ড্রিঙ্কস অর্ডার করেছেন সাথেই বরফ দিয়ে। তার মধ্যে চার গ্লাস মেয়েটি ও মাত্র এক গ্লাস পান করেছেন সেই ব্যক্তি। কিন্তু তার মধ্যেই সেই ব্যক্তি মারা গেছেন। এবার আপনাকে বলতে হবে বিষ মিশ্রিত সেই ড্রিঙ্কস আদতে কোনটি।

বুদ্ধির খেলা: এই গ্লাসগুলোর মধ্যে একটি গ্লাসে রয়েছে বিষ, ১৫ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

১৫ সেকেন্ড সময় দেওয়া হবে আপনাকে। এর মধ্যেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। মাত্র ৫% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনিও তাহলে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টায় লেগে পরুন। এখন থেকে আপনার সেই নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।
১৫
১৪
১৩
১২
১১
১০








বুদ্ধির খেলা: এই গ্লাসগুলোর মধ্যে একটি গ্লাসে রয়েছে বিষ, ১৫ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

উত্তর খুঁজে পেয়েছেন নিশ্চয়ই। এবার আমাদের সাথে মিলিয়ে দেখুন। আসলে সেই ড্রিঙ্কস মধ্যে কোনোরকম বিষ ছিল না। বিষ ছিল সেই বরফের টুকরোর মধ্যে। মহিলাটি তাড়াতাড়ি চারটি গ্লাস ড্রিঙ্কস শেষ করে দিয়েছে। তবে সেই ব্যক্তি খুব ধীরে তার ড্রিঙ্কসটি পান করেছে যার ফলে সেই বরফ গলে গেছে ও বিষ তার পেটে চলে গেছে।